সিলেট টু ঢাকাগামী একটি বাস…
বাসে বসে আছেন ” বিভাজিত শূন্য “।
বাসে যাত্রী উঠাচ্ছে …
শূন্য তাহা দেখছে …
এমন সময় দেখলাম , এক অপূর্ব সুন্দরী মেয়ে বাসে উঠল… সাথে তাহার মা। আমার চোখ আটকে গেল…
হাসতে হাসতে উপরে উঠছিল সে। আমি তাহার হাসিতে হারিয়ে গেলাম .. কি সুন্দর, পবিত্র!!
মনের মধ্যে ঝংকার তুলে দিয়েছে সে…
[ অতিমাত্রায় ক্রিয়েটিভ চাহিদাদের এবং রুচিশীল মানুষদের এড়িয়ে যাবার জন্য অনুরোধ করা যাচ্ছে 🙂 ]
.
.
.
.
সিলেট টু ঢাকাগামী একটি বাস…
বাসে বসে আছেন ” বিভাজিত শূন্য “।
বাসে যাত্রী উঠাচ্ছে …
শূন্য তাহা দেখছে …
এমন সময় দেখলাম , এক অপূর্ব সুন্দরী মেয়ে বাসে উঠল… সাথে তাহার মা। আমার চোখ আটকে গেল…
হাসতে হাসতে উপরে উঠছিল সে। আমি তাহার হাসিতে হারিয়ে গেলাম .. কি সুন্দর, পবিত্র!!
মনের মধ্যে ঝংকার তুলে দিয়েছে সে…
মনকে ঘুরাইয়া নাড়াইয়া বাসের আমার সিটের ঠিক অপর সারির পাশের সিটে বসিল। আমি গা নাড়াচাড়া দিয়া ভদ্রলোকের মত বসিলাম। জানালা দিয়া অন্যত্র তাকিয়ে রইলাম।
ভাবছি, ভাবছি..
হঠাৎ চোখের কোণ দিয়া দেখার চেষ্টা করিলাম. . দেখলুম চোখ বড় বড় করিয়া এদিকেই তাকিয়ে আছে!!
আমি সরাসরি তাকালাম। আমি তাকাতেই মুখ ঘুরিয়ে নিল।
ভাবলাম, ইয়াহু!!
আমি তাকিয়েই রইলাম। কিছুক্ষণ পরে আবার তাকাল। এদিকে তাকাতেই সুন্দর করে একটা হাসি উপহার দিলাম। মেয়েটা সাথে সাথেই মুখ ফিরিয়ে নিয়ে আবার তাকালো!!
আমি এবার ভেংচি কাটলাম 😛
এইবার …
এইবার মেয়ে প্রতিউত্তরে ভেংচি দিলো!! আমি হেসে দিতেই সেও হেসে দিলো!!!
বললাম, এসো আমার পাশে বসো।
মেয়েটা উঠে এলো। বসল পাশে।
পাশে বসতেই গালটা টিপে দিলাম।
খুব কিউট তো!!
বললাম, ” তোমার নাম কি?? ”
সে বলল, ” আমাল লাম লিমা। , টুমি একটা পোচা ( পঁচা )!! ”
পিচ্চি মেয়াটার আচরণগুলোতে আমি সত্যিই হারিয়ে গেছি!! পিচ্চিদের কূটনামী, অবাক করা বিষয়!! 😀
দুইবার পোস্ট করা হয়েছে।
দুইবার পোস্ট করা হয়েছে।
লোডিং এ সমস্যা হয়েছিল রাজু দা
লোডিং এ সমস্যা হয়েছিল রাজু দা 🙁