বনলতার চুল আজ রোদে শুকায়-বৃষ্টিতে ভিজে অনাদরে। তাই তার চুলের অন্ধকার বিদিশার নিশায় এখন আর পথ হারায় না কোন নাবিক। বনলতার পাখির মত চোখ দুটোতে আজ দুশ্চিন্তার কালো মেঘ।
বনলতার চুল আজ রোদে শুকায়-বৃষ্টিতে ভিজে অনাদরে। তাই তার চুলের অন্ধকার বিদিশার নিশায় এখন আর পথ হারায় না কোন নাবিক। বনলতার পাখির মত চোখ দুটোতে আজ দুশ্চিন্তার কালো মেঘ। হাসি নেই শ্রাবস্তীর কারুকার্য খচিত সেই মুখে…ভাল নেই বনলতা…।
আজ আর কাউকে শান্তি দিতে পারে না সে। না কবিকে…না হাতের কাছে থাকা দেবতাকে। সে আজ নিজেই শান্তির খোঁজে অবিরাম ছূটে চলা সমুদ্রের ঢেউ।
আমি অপেক্ষায় থাকি…কোন একদিন…কোন এক কবি বনলতার হয়ে লিখবেন…শূণ্য প্রাণ পূর্ণ করে মুছিয়ে যাতনা মন্দ…আমারে দু দন্ড শান্তি দিয়েছিলেন কিশোরগঞ্জের জীবনানন্দ…
আহ সেই প্রিয় চুল।প্রিয় গন্ধ
আহ সেই প্রিয় চুল।প্রিয় গন্ধ এসে নাকে লাগলো।ধন্যবাদ এত সুন্দর পোস্টের জন্য।
আপনি ভালো লিখেন,তাই আপনার কাছ
আপনি ভালো লিখেন,তাই আপনার কাছ থেকে আরো বিস্তৃত পোস্ট আশা করছি…
ধন্যবাদ… :ধইন্যাপাতা: :গোলাপ:
ভালো লেগেছে…
ভালো লেগেছে…
পোষ্টদাতা যদিও ব্লগটিকে
পোষ্টদাতা যদিও ব্লগটিকে ব্যক্তিগত কথামালা হিসেবে প্রকাশ করেছে কিন্তু আমি যেন একটু কাব্যরসের ঘ্রান পেলুম! কি করিব, কবি মানুষ! একটাই দোষ!
ভালো লেগেছে..