গভীর রাতে যে প্রজাপতি এসেছিল ঘরে
পড়ন্ত বিকেলের আলোতে দেখলাম সেটি মরে পড়ে আছে ,
খুব যত্ন করে সেটি ডাইরির পাতায় সেঁটে রেখেছি ।
গভীর রাতে যে প্রজাপতি এসেছিল ঘরে
পড়ন্ত বিকেলের আলোতে দেখলাম সেটি মরে পড়ে আছে ,
খুব যত্ন করে সেটি ডাইরির পাতায় সেঁটে রেখেছি ।
কোন এক অতীতে এমনি এক হলদে-কালো প্রজাপতি পেয়েছিলাম,
তখন বুঝিনি প্রজাতিদের কখনও রাতের আলো দেখতে নেই ,
রাতটা আসে চোখ বুজে পড়ে থাকার জন্য ,
হয়ত দুঃসাহস দেখিয়েছিলাম নিয়ম ভাঙ্গার ।
সময়ের কাঁটাটার তীব্র স্বাক্ষর যখন হৃদয়ে বুঝলাম ,
তখন অনেক দেরী হয়ে গেছে ;
পৌরুষত্বের ধৃষ্টতায় রুখে দাঁড়িয়েছিলাম আমি ,
গ্ল্যাডিয়েটর কিংবা ফারাওদের মত
নিষ্ঠুর এক দ্বন্দ্ব যুদ্ধের আহবান করলে তুমি ,
হরিণীর চপলতায় যে হাতে বাজত কাঁকন,
অবিশ্বাস্য দ্রুততায় সে হাঁতে ধরলে তরবারি;
প্রিয়তমা সে যুদ্ধে জিতেছিলাম আমি ,
কিন্তু প্রেমময় সে দুঃসহ অতীত আজও আমাকে তাড়িয়ে বেড়ায়,
আজও অস্তিত্বের অবয়বে ফুটে ওঠে সেই অপূর্ণতা,
দিগন্ত বিস্তৃত হয় সে হতাশা ধিরলয়ে ;
দুঃসহ যন্ত্রণায় আশ্বিন গড়িয়ে কার্তিক আসে ,
লুকোচুরি খেলে হিমেল হাওয়া,
রাতজাগা পরিযায়ী পাখির মত জাগি আমি,
আলোড়ন তোলে অভিশপ্ত বাস্তবতা ।
আপনি অনেক সুন্দর কবিতা
আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন কোকিল।প্রথম পাঁচ লাইন আহ গভীর তৃপ্তি দিয়ে গেল।
আপনি অনেক সুন্দর মন্তব্য করেন
আপনি অনেক সুন্দর মন্তব্য করেন প্রিয় রাজুদা । সবাইকে বেশ সুন্দর করে উৎসাহ দেন । ধন্যবাদ আপনাকে । আশাকরি আপনার পরবর্তী পোস্ট টা অসম্ভব সুন্দর হবে ।
সুন্দর সৃষ্টির প্রশংসা তো
সুন্দর সৃষ্টির প্রশংসা তো সুন্দর হবেই।আপনাকেও অনেক ধন্যবাদ কোকিল।আপনার কবিতা আমার মুড বদলে দিয়েছিলো।বিশেষ করে প্রথম পাঁচ লাইন।এরকম কবিতা পড়তে হয়না।কবিতা নিজে থেকে নিজেকে পড়িয়ে নেয়।অনেক শুভকামনা।
কবিতা নিজে থেকে নিজেকে পড়িয়ে
অসাধারণ একটা লাইন। দাদা আপনার বিশ্লেষণী ক্ষমতা প্রবল। শুভ কামনা রইল আপনার জন্য ।
সকালবেলার ফ্রেশ ধন্যবাদ
সকালবেলার ফ্রেশ ধন্যবাদ কোকিল।
দাদা অপরাহ্ন যদি সকাল হয়
দাদা অপরাহ্ন যদি সকাল হয় তাহলে সকাল রে কি বলব ……… :হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি:
প্রিয়তমা সে যুদ্ধে জিতেছিলাম