মাঙ্গা…
মাঙ্গা হল, সহজ কথায় জাপানে তৈরি কমিক। তবে আরও ভালভাবে বলতে গেলে এগুলোকে বলা চলে এক নির্দিষ্ট স্টাইলে আঁকা ছবিতে ছবিতে গল্প। এ মাঙ্গা অল্পবয়সী ছেলেমেয়েদের মধ্যে বেশ জনপ্রিয়। অনেক দেশে, বিশেষ করে জাপানে ও আমেরিকায় এ নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা হয়। বাংলাদেশে মাঙ্গা গত কয়েক বছরে বেশ জনপ্রিয়তা পেয়েছে। কেউ কেউ নিজেরা মাঙ্গা আঁকা শুরু করেছে।
খানিক জ্ঞান যেহেতু দেওয়া হল, এবার আসল কথায় আসি। আমি আর আমার খালাতো ভাইরা মিলে একটা মাঙ্গা এঁকেছি ও লিখেছি। আসলে, আমি আঁকি নি, আমি শুধু অনুবাদ করে দিয়েছি এবং কিছু সাহায্য করেছি। মাঙ্গার নাম সুনামে। এটা প্রথম পরিচ্ছেদ, বা চ্যাপ্টার।
মাঙ্গা…
মাঙ্গা হল, সহজ কথায় জাপানে তৈরি কমিক। তবে আরও ভালভাবে বলতে গেলে এগুলোকে বলা চলে এক নির্দিষ্ট স্টাইলে আঁকা ছবিতে ছবিতে গল্প। এ মাঙ্গা অল্পবয়সী ছেলেমেয়েদের মধ্যে বেশ জনপ্রিয়। অনেক দেশে, বিশেষ করে জাপানে ও আমেরিকায় এ নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা হয়। বাংলাদেশে মাঙ্গা গত কয়েক বছরে বেশ জনপ্রিয়তা পেয়েছে। কেউ কেউ নিজেরা মাঙ্গা আঁকা শুরু করেছে।
খানিক জ্ঞান যেহেতু দেওয়া হল, এবার আসল কথায় আসি। আমি আর আমার খালাতো ভাইরা মিলে একটা মাঙ্গা এঁকেছি ও লিখেছি। আসলে, আমি আঁকি নি, আমি শুধু অনুবাদ করে দিয়েছি এবং কিছু সাহায্য করেছি। মাঙ্গার নাম সুনামে। এটা প্রথম পরিচ্ছেদ, বা চ্যাপ্টার।
মাঙ্গার গল্প খানিকটা বৈজ্ঞানিক কল্প কাহিনী। গল্পটা একটু ট্র্যাজিক।
আপনারা সকলেই বেশ গুরু গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করেন এখানে। গুরু গম্ভীর আলোচনা বাদ দিয়ে ছোটদের কিছু কাজ সকলে একটু সময় করে দেখুন না। সময় না পেলে কিছু করার নেই অবশ্য।
লিঙ্কঃ http://kolpobabu.com/res/comic/tsuname1/
পোস্টটা বেশ ছোট কিন্ত নতুন
পোস্টটা বেশ ছোট কিন্ত নতুন কিছু জানলাম। মাঙা আঁকতে ইচ্ছা করছে।হাহাহা
একে ফেলুন। আঁকার হাত থাকলে
একে ফেলুন। আঁকার হাত থাকলে আঁকতে মানা কেন?
হুদাই বিভাগের যেকোনো কিছু
হুদাই বিভাগের যেকোনো কিছু আমার হুদাই ভালো লেগে যায়…
আমিও হুদাই ধন্যবাদ জানাচ্ছি।
আমিও হুদাই ধন্যবাদ জানাচ্ছি।