আমার মোম রঙের আঁকা নীল ছবি টা আজ চাঁদের আলোর দিকে তুলে ধরলাম । স্বর্গের অমৃত ধারা জ্যোৎস্নায় ঝলমলিয়ে উঠলও সেই দৃশ্য । খানিকটা সময় অবাক চেয়ে রইল মন সেদিকে । নিসঙ্গতা চাঁদের আলোয় কি অপরূপ , সেই আঁকা ছবিতে । হঠাৎ চোখ পড়ল ছবির সেই মেয়েটির দিকে । মনে হল একাকি কাঁদছে । কি উজ্জ্বল তার স্বর্ণ ধারার চোখের জল । কি পরিস্কার ! কই আগে তো লক্ষ্য করিনি আমার চিত্রে ওকে কাঁদতে । চাঁদের গায়ের কাল ছোপের ছায়া ওর গায়ে পড়েছে । কি কান্না !! যা আমার এই দুই হাত এর কারুকাজ না । কেঁদেই চলছে । ওর স্বর্ণ ধারার অশ্রু জল জ্যোৎস্নার কলকলে রঙ্গিন জলে মিশে যাচ্ছে । তারা গুলোয় ওর দু’ধারে নেই । আমি শুধুই চেয়ে ছিলাম এক পুনঃজাগ্রত তৃষ্ণায় । হয়ত আমার মন জিজ্ঞেস করেছিল – “তুমি কি আজও কাঁদছ ? ” । ছবির ওপাশ থেকে সেই আকাশে ভাসা জোছনা তরঙ্গ কি যেন বলল আমায় । আমি বুঝি নাই । ছবি টা বড়ই নোনতা , বহু অশ্রু জল পড়ছে তো তাই । তবুও এই বুকে চেপে ধরে রইলাম সেই নোনতা ঝর্নার স্বর্ণ ধারা কে । চেয়ে রইলাম চাঁদের দিকে ।
কারন চাঁদের ওপাশের নিঃশব্দ অন্ধকারে বসে কান্না চলছে আজও …………………………………………………………
গল্পটা ভালো।ছবিটা সুন্দর।
গল্পটা ভালো।ছবিটা সুন্দর।
কবিতার মতো মনে হোল।
কবিতার মতো মনে হোল।
আমার কাছেও কবিতাই মনে হল।তবে
আমার কাছেও কবিতাই মনে হল।তবে ভালো।
আমি কেমনে বলি খারাপ ……
আমি কেমনে বলি খারাপ …… ভাল হয়েছে
ভালোকে যেকেও ভালো বলবে।
ভালোকে যেকেও ভালো বলবে।