চিকণ গ্রামের বিশ্বস্ত নাইটগার্ড অতুল
অসচেতনতার ঘুমিয়ে পড়ে পাহারারত অবস্থায়
সারাদিনের নিয়মতান্ত্রিক খাটুনির শরীর
চাই তার ঘুম!
মধ্যরাতের ক্লান্ত শরীর ক্রমশঃইন্ধন যোগায়,,
দায়িত্ব ভুলে যেতে।
রাজ্যের সীমান্ত ঘেষে আক্রমণ করে শত্রুর দল
তার সীমানা এখনো অতিক্রম করেনি
না আক্রান্ত করেছে তার ক্লান্ত শরীর?
চিকণ গ্রামের বিশ্বস্ত নাইটগার্ড অতুল
অসচেতনতার ঘুমিয়ে পড়ে পাহারারত অবস্থায়
সারাদিনের নিয়মতান্ত্রিক খাটুনির শরীর
চাই তার ঘুম!
মধ্যরাতের ক্লান্ত শরীর ক্রমশঃইন্ধন যোগায়,,
দায়িত্ব ভুলে যেতে।
রাজ্যের সীমান্ত ঘেষে আক্রমণ করে শত্রুর দল
তার সীমানা এখনো অতিক্রম করেনি
না আক্রান্ত করেছে তার ক্লান্ত শরীর?
তার ঘুম চাই!
অন্ধকার-বৃষ্টি,পিচ্ছিল রাস্তাঘাট
অনুজ্জ্বল রশ্মিতলে ঘটে রক্তপাত
অতুলের ইন্দ্রিয় এখনো ঘুমে কাত!
তার ঘুম চাই!
গ্রামবাসী দেখছে অতুলের রক্তারক্তি
ঘুমের সাথে কি বিচিত্র সন্ধি
শরীরের প্রতিটি লোমকূমে এখনো অবসাদ
তার যে ঘুম চাই।
ভালো হয়েছে।
ভালো হয়েছে।