আজ এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ, সবকিছুর উপর
বহুদিনের রাগ, ক্ষোভ, অভিমান নিয়ে
পার করছি রাতটা।
সেই ছেলেবেলা থেকে সয়ে আসা-
শত আঘাত-যন্ত্রণা, বঞ্চণা,
অন্যায়-অবিচার, নিপীরণ-অত্যাচার সব
যেন আজ একসাথে ফুলে-ফেঁপে উঠেছে।
বুকের ভেতর চাপিয়ে রাখা- ক্ষোভ ঢালতে ইচ্ছে করছে।
এতদিন-এতবছর শুধু- নিজের সাথে
মিথ্যাচার করেছি, করেছি আত্মপ্রতারণা।
সমস্ত অন্যায় মুখ বুজে সহ্য-করেছি নতুন সূর্যের আশায়,
সব অপমান ভুলে-গেছি দিন বদলের আশায়।
কিন্তু এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ,
বারবার আমাকে মনে করিয়ে দিয়েছে-
এ দেশটা আমার নয়,
এমনকি নাগরিক হবার যোগ্যতাও আমার নেই।
আজ এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ, সবকিছুর উপর
বহুদিনের রাগ, ক্ষোভ, অভিমান নিয়ে
পার করছি রাতটা।
সেই ছেলেবেলা থেকে সয়ে আসা-
শত আঘাত-যন্ত্রণা, বঞ্চণা,
অন্যায়-অবিচার, নিপীরণ-অত্যাচার সব
যেন আজ একসাথে ফুলে-ফেঁপে উঠেছে।
বুকের ভেতর চাপিয়ে রাখা- ক্ষোভ ঢালতে ইচ্ছে করছে।
এতদিন-এতবছর শুধু- নিজের সাথে
মিথ্যাচার করেছি, করেছি আত্মপ্রতারণা।
সমস্ত অন্যায় মুখ বুজে সহ্য-করেছি নতুন সূর্যের আশায়,
সব অপমান ভুলে-গেছি দিন বদলের আশায়।
কিন্তু এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ,
বারবার আমাকে মনে করিয়ে দিয়েছে-
এ দেশটা আমার নয়,
এমনকি নাগরিক হবার যোগ্যতাও আমার নেই।
আমি এখানে অবৈধ অনুপ্রবেশকারী মাত্র;
এদেশের মাটিতে বাঁচার, বাতাসে শ্বাস নেবার,
নদী-খালে-বিলে সাঁতার কাটার,
এদেশের ধানক্ষেতে ছুটে বেড়াবার কোনও
অধিকার আমার ছিলনা কখনও।
কিন্তু বারবার আমি ভুলে গেছি- সে কথা;
ভেবেছি আমার দেশ, আমার মানচিত্র,
আমার প্রাণের পতাকা।
করেছি মিছে অহংকার।
এখন আমার শিক্ষা হয়েছে;
আর কখনও বলবো না-
এ আমার মাটি, আমার ছোট্ট ভূ-খন্ড,
জন্মেছি; চলেও যাব এই ধরণী মাঝেই।
তবে, আমি চাইলেই বা কী আসে যায়,
এই দেশটাই তো-
আমাকে নিজ সন্তান ভাবেনি, ভাববেও না আর কখনও।
তবুও বলি,
তুমি ভালো থেকো প্রিয় মৃত্তিকা,
শুভকামনা করি।।
ঝাজ সুন্দর।
যতি
ঝাজ সুন্দর। :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
যতি চিহ্নের ব্যাবহারটা আমি ঠিক বুঝিনা।