ননসেন্স গল্প
by oviking on 12:36 PM, 20-Oct-13
প্ থিবীর সবচেয়ে ছোট,সুখী হওয়ার গল্প।
একদেশে ছিলো এক ছেলে আরেক মেয়ে।ছেলেটি একদিন মেয়েটিকে বললো,তুমি কি আমাকে বিয়ে করবে?মেয়েটি বললো,না।
অতঃপর ছেলেটি সুখে শান্তিতে দিন কাটাতে লাগালো।
ইংরেজিতে কিছু ছড়া আছে যেগুলোকে ননসেন্স রাইম বলে।হাম্পটি ডাম্পটি,ব্যা ব্যা ব্ল্যাক শিপ এই টাইপ আর কি!আমাদের বাংলাতেও ননসেন্স রাইম আছে।হাট্টি মা টিম টিম এই টাইপের একটা ছড়া।
ননসেন্স রাইমের মতো ননসেন্স গল্প কি লেখা যায় না?যেগুলো পড়লে কোন টেনশন বা বিরক্তি বা রাগ কিছুই থাকবে না।নির্মল আনন্দই যার উপাদান।
ননসেন্স গল্প
by oviking on 12:36 PM, 20-Oct-13
প্ থিবীর সবচেয়ে ছোট,সুখী হওয়ার গল্প।
একদেশে ছিলো এক ছেলে আরেক মেয়ে।ছেলেটি একদিন মেয়েটিকে বললো,তুমি কি আমাকে বিয়ে করবে?মেয়েটি বললো,না।
অতঃপর ছেলেটি সুখে শান্তিতে দিন কাটাতে লাগালো।
ইংরেজিতে কিছু ছড়া আছে যেগুলোকে ননসেন্স রাইম বলে।হাম্পটি ডাম্পটি,ব্যা ব্যা ব্ল্যাক শিপ এই টাইপ আর কি!আমাদের বাংলাতেও ননসেন্স রাইম আছে।হাট্টি মা টিম টিম এই টাইপের একটা ছড়া।
ননসেন্স রাইমের মতো ননসেন্স গল্প কি লেখা যায় না?যেগুলো পড়লে কোন টেনশন বা বিরক্তি বা রাগ কিছুই থাকবে না।নির্মল আনন্দই যার উপাদান।
উপরের গল্পটা একটা ননসেন্স গল্প।হাসি না আসলে করার কিছু নাই।
নন্সেন্স গল্পএর ধারণাটা আসে হুমায়ুন আহমেদ এর একটা বই পড়ার সময়। ঐ বইটাতে নন্সেন্স রাইম সম্পর্কে বলা হয়েছিলো । রম্য গল্পগুলোর সাথে নন্সেন্স গল্পের একটা তফাত আছে। রম্য গল্পগুলোতে হাসি মশকরার মাধ্যমে একটা মেসেজ দেয়ার চেষ্টা থাকে।কিন্তু নন্সেন্স গল্প গুলো পুরোপুরি নন্সেন্স। এর কোন সাহিত্য মূল্য নেই। শুধু নির্মল আনন্দের উপাদান থাকবে এতে।
ননসেন্স রাইমের মতো ননসেন্স
ননসেন্স রাইমের মতো ননসেন্স গল্প নিয়ে কোন সমস্যা নাই, সমস্যা ননসেন্স কথাবার্তায়।
thik bolesen vai
thik bolesen vai