ধুপের ছায়ায় আমাদের হাতগুলো দাঁড়িয়ে আছে
ছাই এর স্তুপ জমালাম; মুমূর্ষের আবর্জনায় ভরিয়ে
অতীতের জংলা শুকনো পাতায় প্রাণহীন গোলা
চুরমার করে তীব্র আঁচড় অনাকাঙ্খিত মেঘ দেহের
প্রচন্ড ক্ষরণে জল কেটে কেটে ছোট্ট গর্তের অজস্র
পুকুর প্রস্তুত,তারপরও শত আঘাতের ধোঁয়ায় পুরনো হাসিরা গাল বেয়ে ঝরছে ।
অন্ধ মুখগুলো মঞ্চের উপর ধুপ হাতে……
রাত ১.০৩ মিনিট
০১-১০-১৩
হেমসেন লেইন
এই কবিতায় ঠিক কোন ভাবটাকে
এই কবিতায় ঠিক কোন ভাবটাকে প্রকাশ করতে চেয়েছেন বা আপনার ভাবনা কি ছিল?
নাকি ইহা উত্তরাধুনিক কবিতার উদাহরণ? সেক্ষেত্রে অবশ্য বলার কিছু নেই।
শুভ কামনা রইল। :ফুল:
ধন্যবাদ ।। কবিতাটি
ধন্যবাদ ।। কবিতাটি উত্তরাধুনিক কবিতা নয় । কবিতা কোন ” মতবাদ ” অনুসরণ করে না ।
ও আচ্ছা!! তাই!!
বেশ জ্ঞান লাভ
ও আচ্ছা!! তাই!!
বেশ জ্ঞান লাভ হল; :bow: :bow: :bow:
লন ধইন্যা পাতা লন। :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: