ইচ্ছে ঘুড়ি গুলো
ইচ্ছেমত উড়ুক আকাশে
যেন ইচ্ছে ঘুড়ি ভিজে
যাওয়ার কষ্টটা অসীম হয়
স্বপ্নের প্রজাপতিটা যখন তখন
স্বপ্নের রঙে রঙিন হোক
যেন স্বপ্ন দহনের
যন্ত্রণাটা অসহনীয় হয়
দুঃখের কষ্ট গুলো অসীম হোক
জ্বালাময় হোক তার আর্তনাদ
যেন কেউ তার প্রতি স্পর্শে
জলে পুড়ে খার হয়ে যায়
মনের জানালায় এক চিলতে রোদ এসে পড়ুক
একটা হাসিমুখ চেয়ে থাকুক আমার পানে
যেন তার হাসির সংস্পর্শে
নিজের সব যন্ত্রণা ভুলতে পারি