আবারও দেখা হবে জ্বালাময়ী শহরে
প্রয়োজনের খাতিরে অচেনাদের ভিড়ে!
বস্ত্র থাকিতেও নগ্ন সবাই
নির্লজ্জদের কাতারে দাঁড়িয়ে শুধু আমি একা নই!
তোমার আমার মতনদের কানে
ক্ষুধার্তের আর্তনাদ পৌঁছায় নায় যেথায়!
নিজের সাথেই লড়ছে সবাই,
দোষ লুকোতে কেউ ভূতের দোষ দেয় নাহ সেথায়!
পথিকের মাথার ঘাম পিচ ঢালা রাস্তায়
হুমড়ি খেয়ে পরে মুহূর্তেই শুকিয়ে যায়!
সময়ের তাগিদে দাউ দাউ করে জ্বলছে জীবন
সিগারেটের ন্যায় ফুরিয়ে যাবার অপেক্ষায়!
সব থেকে হিংস্র আজ মানুষ- মহান
ক্ষমতা হারালেই যেথা শত্রু আপন সমান!
এমনই এক জ্বালাময়ী শহরে
দেখা হবে আবার অচেনাদের ভিড়ে!