আমি যুদ্ধ দেখিনি,
দেখিনি ২১ এর ভাষা আদায়ের র্তের রাজপথ।
আমি যুদ্ধ দেখিনি,
দেখিনি ২৫ এর ভয়াবহ কাল রাত !
দেখিনি ২১ এর দর্বিসহ নয় মাস !
দেখিনি রাজাকারের সেই বেইমানী সাজ !
দেখিনি সেই বধ্যভুমির পচা গলিত লাশ !
দেখিনি সুবিধাবাদীদের লুটতারাজ !
দেখিনি স্বর্বহারাদের চোখের নোনাজল !
আমি যুদ্ধ দেখিনি,
দেখিনি নববধুর স্বপ্ন ভঙ্গের হাহাকার !
আমি যুদ্ধ দেখিনি,
দেখিনি ২১ এর ভাষা আদায়ের র্তের রাজপথ।
আমি যুদ্ধ দেখিনি,
দেখিনি ২৫ এর ভয়াবহ কাল রাত !
দেখিনি ২১ এর দর্বিসহ নয় মাস !
দেখিনি রাজাকারের সেই বেইমানী সাজ !
দেখিনি সেই বধ্যভুমির পচা গলিত লাশ !
দেখিনি সুবিধাবাদীদের লুটতারাজ !
দেখিনি স্বর্বহারাদের চোখের নোনাজল !
আমি যুদ্ধ দেখিনি,
দেখিনি নববধুর স্বপ্ন ভঙ্গের হাহাকার !
দেখেছি শুধুই যুদ্ধ শেষে জন্মে
বিদ্ধস্ত আমার স্বাধীন বাংলাদেশ।।।