তুমি খালি ছবি তুলতে চাও
আর আমি বলি- তুলুম না, ডর লাগে!
তুমি খিল খিল করে হাসো
আর আমার গায়ে ঢলে পড়ো
যেমনটা একটা ফুলের পাপড়ি আরেকটা ফুলের উপর!
তোমার হাসি থামেনা তো থামেনা…
যেন বন কচুর পাতে জল টলছে!
নাকি আমি টলছি!
তুমি খালি ছবি তুলতে চাও
আর আমি বলি- তুলুম না, ডর লাগে!
তুমি খিল খিল করে হাসো
আর আমার গায়ে ঢলে পড়ো
যেমনটা একটা ফুলের পাপড়ি আরেকটা ফুলের উপর!
তোমার হাসি থামেনা তো থামেনা…
যেন বন কচুর পাতে জল টলছে!
নাকি আমি টলছি!
তুমি জিজ্ঞেস কর- কেন ডর লাগে?
একটা প্রোফাইল পিকচার দিতে কি হয়?
আমি মাথা নিচু করে ঘাস ছিঁড়ি
তারপর পুকুরের দিকে তাকিয়ে বলি-
নীল কাঁটাতারে বন্দী হবার ডর
লাইক আকাঙ্খার ভয়
একটা পাঁচটা ত্রিশটা একশোটা…
আমি তোমার মুখের দিকে তাকাই
তারপর তোমার হাতের দিকে
তুমি মোবাইলে কি যেন করছ
তোমার নিমগ্নতা দেখে আমি ভাবি
মোবাইলের ভেতর যেন এক আরব্য রজনীর শহর!
হঠাৎ তুমি আমার দিকে না তাকিয়ে বল-
জানো, আমার ছবিতে একশো চল্লিশটা লাইক পড়েছে!
আমি শুনি, হাসি তারপর ভেজা ঘাসে পড়ি শুয়ে
একবার শরতের সাদা মেঘে দৃষ্টি ঘসে
তোমার দিকে তাকাই
তোমার চুলের প্রান্তদেশে হাত বোলাই
বলি-তাই?
ভাল লাগলো
ভাল লাগলো :নৃত্য: :বুখেআয়বাবুল: :ভাঙামন: :শয়তান: :ভালাপাইছি: :ভালুবাশি: :চশমুদ্দিন:
কবিতায় কথোকপন …বেশতো ..!!!
কবিতায় কথোকপন …বেশতো ..!!!
প্রোফাইল পিকচার!
প্রোফাইল পিকচার! :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য:
প্রোফাইল পিকচার!
প্রোফাইল পিকচার! :হাহাপগে: :নৃত্য: :হাহাপগে:
ভালোই
কবিতা চলুক শশি
ভালোই 🙂
কবিতা চলুক শশি আলিওশা
শুভেচ্ছা জানবেন :গোলাপ:
আধুনিক কবিতা
আধুনিক কবিতা 😀
(No subject)
:গোলাপ: :গোলাপ: :গোলাপ:
মন্তব্যের জন্য ধন্যবাদ
মন্তব্যের জন্য ধন্যবাদ
ভালোই লাগছে। আরো ভালো
ভালোই লাগছে। আরো ভালো প্রত্যাশা রইলো। :থাম্বসআপ:
ভিন্ন কিছু দেখলাম॥
ভিন্ন কিছু দেখলাম॥
চিন্তায় পড়ে গেলাম…
চিন্তায় পড়ে গেলাম… :চিন্তায়আছি: :চিন্তায়আছি: :ভাবতেছি: :ভেংচি: 😀
“গডফাদার” সাহেব আপনার আবার
“গডফাদার” সাহেব আপনার আবার কিসের চিন্তা?
গডফাদারের কি চিন্তার শেষ
গডফাদারের কি চিন্তার শেষ আছে?
কবিতা মজার ছিল!! খারাপ না…
উৎসর্গ-বহদ্দারহাট ফ্লাই ওভার
উৎসর্গ-বহদ্দারহাট ফ্লাই ওভার
যেহেতু ফ্লাইওভারটা নতুন তাই এটা এখন জমজমাট ফটোশ্যুটের স্থান (আমিও গিয়া একটা তুলে লটকাবো ভাবতেছি)
(No subject)
:এখানেআয়: 😀