ঃ বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে ঃ
এ দেহের ভীতর বাহিরে
হাঁড় কাঁপন মাঘের শেষে-
সোনালী রোদ্র ফাল্গুনের ছোঁয়া-
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নীল আকাশে- বাতাসে-
আজ মিষ্টি হাওয়ায় বয়ছে,
শ্যামা শালিকের চুম্বনে-
শিমুল পলাশ ফুটেছে।
ঐ আইল পাথারের বুকে-
সবুজ রাঙ্গা ঠোঁটে
হাসছে দেখ।সারি সারি-
ধান ক্ষেতের অঙ্কুর লতা।
বসন্তের প্রভাতে সূর্যের ঝলকে-
ঝিলিমিলি করছে।
ও বাবা তোমার কথা-
ভীষণ মনে পরছে।
তোমার- বাঁশতলা, খেরকাছা-
আর মাঠ ভিটা জমির ক্ষেতে
কি ধানের অঙ্কুর দুলছে?
দেখছি কত ২৮-২৯ নাকি
পায়জাম, আজ শুধু স্মৃতি
পাতায় জাগ্রত-
ফাল্গুনের কাদামাখা দিনগুলো
এক গুচ্ছ কৃষ্ণচূড়া যায় ছুঁয়ে-
ঃ বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে ঃ
এ দেহের ভীতর বাহিরে
হাঁড় কাঁপন মাঘের শেষে-
সোনালী রোদ্র ফাল্গুনের ছোঁয়া-
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নীল আকাশে- বাতাসে-
আজ মিষ্টি হাওয়ায় বয়ছে,
শ্যামা শালিকের চুম্বনে-
শিমুল পলাশ ফুটেছে।
ঐ আইল পাথারের বুকে-
সবুজ রাঙ্গা ঠোঁটে
হাসছে দেখ।সারি সারি-
ধান ক্ষেতের অঙ্কুর লতা।
বসন্তের প্রভাতে সূর্যের ঝলকে-
ঝিলিমিলি করছে।
ও বাবা তোমার কথা-
ভীষণ মনে পরছে।
তোমার- বাঁশতলা, খেরকাছা-
আর মাঠ ভিটা জমির ক্ষেতে
কি ধানের অঙ্কুর দুলছে?
দেখছি কত ২৮-২৯ নাকি
পায়জাম, আজ শুধু স্মৃতি
পাতায় জাগ্রত-
ফাল্গুনের কাদামাখা দিনগুলো
এক গুচ্ছ কৃষ্ণচূড়া যায় ছুঁয়ে-
ভালবাসার বাতায়ন বয়ে।
লেখার তারিখঃ ১৩/০২/১৩
যদিও প্রেম পিরিত আমার কাছে
যদিও প্রেম পিরিত আমার কাছে তেমন একটা সুবিধে লাগে না। কিন্তু কবিতাটা ভালো হইছে। :চোখমারা: :চোখমারা: :চোখমারা: :চোখমারা: :ভালাপাইছি: :ভালাপাইছি: :ভালাপাইছি:
প্রেম পিরিত না থাকলে
ভাল বাসা
প্রেম পিরিত না থাকলে
ভাল বাসা যায় না
ভাল বাসার অফুরন্ত শুভেচ্ছা
কবিতা সুনফু হইছে।
কবিতা সুনফু হইছে। :থাম্বসআপ:
ভাল বাসার অফুরন্ত শুভেচ্ছা
ভাল বাসার অফুরন্ত শুভেচ্ছা
বুঝলাম ছোট ছোট লাইনে লিখলেই
বুঝলাম ছোট ছোট লাইনে লিখলেই কবিতা ট্যাগ দেয়া যাবে।
(No subject)
:খাইছে:
ভাল বাসার অফুরন্ত শুভেচ্ছা
ভাল বাসার অফুরন্ত শুভেচ্ছা
ভাল বাসার অফুরন্ত শুভেচ্ছা
ভাল বাসার অফুরন্ত শুভেচ্ছা
সরকার সাহেব,
কবিতাখানি মহাজোট
সরকার সাহেব,
কবিতাখানি মহাজোট সরকারের মতো টালমাটাল ।
পৃথিবী এক মস্ত লাটাই, ঘুরছি তবু পড়ছি না …