মন চায় তোমায়
গল্প আর কবিতায়,
মন চায় না হাড়াতে
পাশাপাশি চলতে,
মন চায় অনুভবে
কিছু কথা বলতে,
মন চায় অনুরাগে
হাতে হাত রাখতে।
মন চায় তোমায়
গল্প আর কবিতায়,
মন চায় না হাড়াতে
পাশাপাশি চলতে,
মন চায় অনুভবে
কিছু কথা বলতে,
মন চায় অনুরাগে
হাতে হাত রাখতে।
কত স্বপ্ন নিয়ে
সাজিয়েছি অপরুপে
তোমায় মনেরি গভীরে,
কথা দাও হাড়াবেনা
প্রিয় মানুষের ভীরে,
চিরদিন চিরকাল
রবে হৃদয়ও গভীরে,
মনের যত আশা
করোনা নিরাশা
ভালবাসার বিনিময়ে
শুধু দিও ভালবাসা।
তুমি ছাড়া এ রাত
হয় ভীষন মেঘলা
চাঁদকে দেখে তাই
লাগে বড় একলা,
মেটেনা তবু মেটেনা
এ মনেরি সাধনা
রয়ে যাও সেথায়
যেথায় শুরু ভাবনা,
কথা দাও হাড়াবেনা
প্রিয় মানুষের ভীরে
চিরদিন চিরকাল
রবে হৃদয়ও গভীরে,
মনের যত আশা
করোনা নিরাশা
ভালবাসার বিনিময়ে
শুধু দিও ভালবাসা।