ফোন টা বেজে চলেছে নির্ঝরের| কিন্তু রিসিভ করতে পারছে না| অফিসের কাজ করছে| চাকরি করছে তাই সব দায়িত্ব সময় মত পালন করতে হয়|
আজ শুক্রবার| কিন্তু ফার্মাসিটিক্যাল এ শুক্রবার অন্যদিনের চেয়ে একটু বেশিই কাজ থাকে|
যাই হোক, ফোন করেছিলো নির্ঝরের স্কুল ফ্রেন্ড| সবাই পড়ালেখার জন্য দুরে দুরে থাকে| কুরবানী ঈদ আর পুজোর ছুটি একসাথে হওয়াতে এবার সবাই লম্বা ছুটি পেয়েছে|
আর তাই ছুটিতে সবাই বাড়ীতে আসছে| শিক্ষাপ্রতিষ্ঠানে একটু আগেই এবং বেশী ছুটি দেওয়া হয়|
নির্ঝর এখনো ছাত্র| জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছে| কিন্তু পারিবারিক সমস্যা এবং পরিবারের একমাত্র বড় ছেলে হওয়াতে পরিবারের দায়িত্ব তার কাঁধে|
ফোন টা বেজে চলেছে নির্ঝরের| কিন্তু রিসিভ করতে পারছে না| অফিসের কাজ করছে| চাকরি করছে তাই সব দায়িত্ব সময় মত পালন করতে হয়|
আজ শুক্রবার| কিন্তু ফার্মাসিটিক্যাল এ শুক্রবার অন্যদিনের চেয়ে একটু বেশিই কাজ থাকে|
যাই হোক, ফোন করেছিলো নির্ঝরের স্কুল ফ্রেন্ড| সবাই পড়ালেখার জন্য দুরে দুরে থাকে| কুরবানী ঈদ আর পুজোর ছুটি একসাথে হওয়াতে এবার সবাই লম্বা ছুটি পেয়েছে|
আর তাই ছুটিতে সবাই বাড়ীতে আসছে| শিক্ষাপ্রতিষ্ঠানে একটু আগেই এবং বেশী ছুটি দেওয়া হয়|
নির্ঝর এখনো ছাত্র| জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছে| কিন্তু পারিবারিক সমস্যা এবং পরিবারের একমাত্র বড় ছেলে হওয়াতে পরিবারের দায়িত্ব তার কাঁধে|
বন্ধুরা সবাই বিকেল বেলা মাঠে বসে আড্ডা দিচ্ছে কিন্তু নির্ঝর অফিসে কাজ করছে| এই বুঝি নিয়তি|
বাস্তব টা অনেক কঠিন|
এমন অনেক নির্ঝর রয়েছে আমাদের আশেপাশে| সবার জীবন একরকম নয়| সংগ্রাম করে জীবন পথে চলতে হয়| হয়তো আগে পরে সবাই কর্মস্থলে ঢুকবে কিন্তু নির্ঝরদের একটু আগেই ঢুকতে হয়|
নির্ঝরদের আনন্দ থাকতে হয়না| তাদের আছে শুধু দায়িত্ব| নিজের দায়িত্ব; পরিবারের দায়িত্ব; শেষে গিয়ে স্ত্রী-সন্তানের দায়িত্ব| জীবনটা এভাবেই কাটে| :/
২০১৩-এর বইমেলায় একটা বই
২০১৩-এর বইমেলায় একটা বই বেরিয়েছিল- “মেট্রোপলিটান গল্পগুচ্ছ” নামে…
১৬ জন নতুন লেখকের ১৬টা গল্প নিয়ে সেই বই। তাতে ‘সুষমা আপ্লুতা’র একটা গল্প ছিল একজন ট্রাফিক পুলিশকে নিয়ে। গল্পের নামঃ “হলুদ আর লাল সবুজে জীবনের গল্প”!
সেটারও থিম ছিল অনেকটা এরকমই…
এতো কিছু বললাম কারণ ঐ বইতে আমারও একটা গল্প ছিল! কাকতালীয় ভাবে সেই গল্পটাও ছিল একটা পরাজিত জীবনের…!
পরাজিত জীবনের গল্প গুলো একটু
পরাজিত জীবনের গল্প গুলো একটু কঠিন হয়|