পৃথিবীর সকল মহত্ প্রেম অসফল ছিল। অসফল প্রেমের বেঁচে থাকার মধ্যেই সফলতা। আমি চাই না, আমাদের প্রেমটা সফল হোক। হ্যা সত্যিই আমি চাই না, পৃথিবীর এতো সফল প্রেমের মাঝে হোক না একটি অসফল প্রেম। যে প্রেম আমার হিমু বানাবে, দেবদাস করে তোলবে, রোমিওর মত ভালবাসতে শেখাবে। আর তুমি হবে আমার রূপা, পার্বতী অথবা জুলিয়েট। সমাজ যখন পবিত্র ভালবাসায় বিশ্বাস করে না, যাদের কাছে ভালবাসা টাকা,পয়সা,বয়স আর দৈহিক কামনায় বন্দি তারা কি করে বুঝবে ভালবাসা? ভালবাসার মতো এতো বড় জিনিস ওদের নিম্নশ্রেনীর মনে থাকার যোগ্য নয়। তবে হোক একটি কলংকিত অসফল প্রেম। হোক জন্ম আবার আরেকটি ব্যর্থ প্রেমিকের। যার প্রেম বেঁচে থাকুক পরবর্তী প্রজন্মের প্রেমিকদের মাঝে, তাদের কবিতা,ফেসবুক স্ট্যাটাস আর অন্তরের অন্তরস্থলে। বালিকা এইটুকু সান্তনা তে চলবে কি তোমার?
ভাই……………………… ……কঠিন।
ভাই……………………… :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: ……কঠিন।
ধন্যবাদ
ধন্যবাদ :ফেরেশতা:
ব্যতিক্রমী প্রত্যাশা। ভাল
ব্যতিক্রমী প্রত্যাশা। ভাল
অনেক ধন্যবাদ
অনেক ধন্যবাদ