জীবনের মাঝে জীবনকে চিনেছি
নিজেকে বহুবার ভেঙ্গে বহুবার গড়েছি,
গোলাপের কাঁটায় রক্ত ঝড়িয়েছি
এক বুক ব্যাথা নিয়ে বাঁচতে শিখেছি।।
স্বপ্ন দেখেছি- স্বপ্নচূর্ণ হতে’ও দেখেছি
পাওয়া- না পাওয়ার হিসেব কষেছি,
অর্বাচীনের মত কত অবজ্ঞাও সয়েছি
কখন’ও কেঁদেছি- কখন’ও কেঁদে হেসেছি।।
জীবনের মাঝে জীবনকে চিনেছি
নিজেকে বহুবার ভেঙ্গে বহুবার গড়েছি,
গোলাপের কাঁটায় রক্ত ঝড়িয়েছি
এক বুক ব্যাথা নিয়ে বাঁচতে শিখেছি।।
স্বপ্ন দেখেছি- স্বপ্নচূর্ণ হতে’ও দেখেছি
পাওয়া- না পাওয়ার হিসেব কষেছি,
অর্বাচীনের মত কত অবজ্ঞাও সয়েছি
কখন’ও কেঁদেছি- কখন’ও কেঁদে হেসেছি।।
অমানিশার নিকষ আঁধারে ডুবেছি
পূর্ণিমার আলোয় ভাসতে চেয়েছি,
কাছের- দুরের দহনে জ্বলেছি
কখন’ও হেরেছি- কখন’ও হেরে জিতেছি।।
বিষাদ-সিন্ধুর ভাগ্যকে মেনেছি
ভাগ্য না’মানার জেদ’ও করেছি,
নিজেতে ক্ষয়েছি- নিজেতে জুড়েছি
জীবনের মাঝেই জীবনকে চিনেছি।।
নিজেতে ক্ষয়েছি-নিজেতে
নিজেতে ক্ষয়েছি-নিজেতে জুড়েছি
জীবনের মাঝে জীবনকে চিনেছি।
:ফুল:
কবিতা ভাই,শেষের লাইনে “মাঝেই”
কবিতা ভাই,শেষের লাইনে “মাঝেই” শব্দটি ব্যাবহার করা হয়েছে।যা প্রথম লাইনে করা হয়নি। ফুল দেবার জন্য আপনাকে ধন্যবাদ।
তবুও জীবন টেনে চলেছি জীবনের
তবুও জীবন টেনে চলেছি জীবনের টানে
(No subject)
:গোলাপ: :গোলাপ: :গোলাপ: