প্রকৃতি কিছু সত্তা আছে,আমাদের অজানা
ক্রোধ জন্মাতে পারে,তাই সব বলতে মানা
বিভ্রান্তিতে পলাশ চিনতে করো না ভুল
গোলাপ ফুল হলে,পলাশ ও কিন্তু ফুল
লক্ষ করেছি দিনমজুরের ঘুম
একটি নিঃশ্বাস কিভাবে ছেড়ে যায় দেহকে
লক্ষ করেছি বিত্তশালীর ঘুম
কেমন এক শঙ্কা প্রতি মুহূর্তেই যেনো মৃত্যু ভয়
রাজনীতিবিদের ঘুম?অসময়ে হতে পারে গুম
প্রকৃতি কিছু সত্তা আছে,আমাদের অজানা
ক্রোধ জন্মাতে পারে,তাই সব বলতে মানা
বিভ্রান্তিতে পলাশ চিনতে করো না ভুল
গোলাপ ফুল হলে,পলাশ ও কিন্তু ফুল
লক্ষ করেছি দিনমজুরের ঘুম
একটি নিঃশ্বাস কিভাবে ছেড়ে যায় দেহকে
লক্ষ করেছি বিত্তশালীর ঘুম
কেমন এক শঙ্কা প্রতি মুহূর্তেই যেনো মৃত্যু ভয়
রাজনীতিবিদের ঘুম?অসময়ে হতে পারে গুম
ডাকাতের ঘুম,লম্পটের ঘুম,চোরের ঘুম
পার্থক্য নেই কিছুটা এদিক সেদিক,নয়-ছয়
যাদের জীবনে নেই কোনো প্রকার উর্বরতা
তাদের ঘুমিয়ে নেয়াটা হবে নেহাৎ দুর্বলতা!
পৃথিবীতে এক অদ্ভুদ ঘুম ঘুমায় মধ্যবিত্তরা
রাতের অন্ধকারে কি চমৎকার প্রহসন
আত্মতৃপ্তি আছে সবারই ঘুমে,
ঘুম নেই শুধু মধ্যবিত্তের রুমে।
বিভ্রান্তিতে পলাশ চিনতে করো
বিভ্রান্তিতে পলাশ চিনতে করো না ভুল
গোলাপ ফুল হলে,পলাশ ও কিন্তু ফুল
:তালিয়া:
পৃথিবীতে এক অদ্ভুদ ঘুম ঘুমায় মধ্যবিত্তরা
রাতের অন্ধকারে কি চমৎকার প্রহসন
আত্মতৃপ্তি আছে সবারই ঘুমে,
ঘুম নেই শুধু মধ্যবিত্তের রুমে।
===টেনশন! টেনশন!!
পূর্বে এই কবিতা একবার ব্লগে
পূর্বে এই কবিতা একবার ব্লগে দিয়েছিলাম। সমস্ত পোস্ট ডিলিট করে দিতে ইস্টিশন মাস্টার-কে অনুরোধ জানাই,সেই সাথে আমার নিজের একটি প্রিয় লিখা হারিয়ে যায়।
#আর এই হলো সেই লিখা। যা আমি দ্রুপদ রঞ্জন মিত্র-কে উৎসর্গঃ করলাম।
শিখা আপনার এত উন্নতি দেখে
শিখা আপনার এত উন্নতি দেখে আমার হৃদয় সত্যি পুলকিত। অনেক ভাল হচ্ছে। চমৎকার :bow: :bow: :bow: :থাম্বসআপ: :থাম্বসআপ:
হায় হায়, করেছেন কি? এটা দেখি
হায় হায়, করেছেন কি? এটা দেখি আমাকে উৎসর্গ করেছেন…খেয়ালই করিনি। সম্মানিত বোধ করছি এবং ভালবাসায় সিক্ত হলাম। ভালবাসা নিবেন :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
সুন্দর
সুন্দর
(No subject)
:গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :ফুল: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
ভালোই।
ভালোই। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
পৃথিবীতে এক অদ্ভুদ ঘুম ঘুমায়
সত্য কথা… খুব সত্য কথা… :তালিয়া: :তালিয়া: :তালিয়া:
কবতেখানা আগেই পড়েছিলাম… খুবই ভাল লেগেছে… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :মুগ্ধৈছি: :বুখেআয়বাবুল:
ভালো লিখেছেন শিখা আপু। চালিয়ে
ভালো লিখেছেন শিখা আপু। চালিয়ে যান। :থাম্বসআপ: