সামনে আসছে নির্বাচন
চলবে এবার জ্বালাতন ,
হবে শুধুই আন্দোলন
মরবে সব সাধারন ।
কি আর হবে নির্বাচন
হচ্ছে শুধুই নির্যাতন ,
নির্বাচনের নাচনে
মাথায় ধরেছে পচনে ।
কারো নাই খাওয়া
নাই কারো ঘুম ,
কেবল তারা ভাবছে
হবে কারা ডুম ।
নির্বাচনের বাজারে
উড়বে টাকা আরামে ,
মুখোশধারী কিছু লোক
ভরবে টাকা পেছনে ।
নির্বাচনের সময়ে
আরাম আয়েশ ভুলে গিয়ে ,
প্রার্থীরা সব হন্যেরে ,
দলবল নিয়ে ঘুরতে থাকে
জনগনের পেছনে ।
ভোটের গান যখন
হয়ে যায় গাওয়া ,
নেতা মহোদয় তখন
হয়ে যান হাওয়া ।
ছড়া হিসেবে বেশ সুন্দর হয়েছে ।
ছড়া হিসেবে বেশ সুন্দর হয়েছে । :ফুল: এরকম ছড়া আরও চাই ।
মোটামুটি লেগেছে । কয়েক জায়গায়
মোটামুটি লেগেছে । কয়েক জায়গায় ছন্দ পতন ঘটেছে । লিখতে থাকুন … একসময় থিক হয়ে যাবে ।
এখানে ছন্দ পতন ঘটেছে ।