বৃষ্টি পড়ছে মুসল ধারে। সাথে দমকা বাতাস,
মেঘের অবিরাম গর্জন ও বাদ পরে নি আজ।
শুধু তুমি নেই।
হ্যাঁ শুধু তোমারই অনুপস্থিতি।
তোমায় নিয়ে ভাবতে ভাবতে কখন
যে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে বলতেও পারবো না।
প্রচন্ড বাতাস বইছে।
তুমি পাশে থাকলে হয়তো বা অনেক ভাল
লাগত। কিন্তু হয়তো তোমার অনুপস্থিতিই
আমার মাঝে এই শূন্যতার সৃষ্টি করেছে।
বৃষ্টি পড়ছে মুসল ধারে। সাথে দমকা বাতাস,
মেঘের অবিরাম গর্জন ও বাদ পরে নি আজ।
শুধু তুমি নেই।
হ্যাঁ শুধু তোমারই অনুপস্থিতি।
তোমায় নিয়ে ভাবতে ভাবতে কখন
যে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে বলতেও পারবো না।
প্রচন্ড বাতাস বইছে।
তুমি পাশে থাকলে হয়তো বা অনেক ভাল
লাগত। কিন্তু হয়তো তোমার অনুপস্থিতিই
আমার মাঝে এই শূন্যতার সৃষ্টি করেছে।
আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে , আওয়াজ টা কান
হয়ে মস্তিস্কে পৌছাচ্ছে না।
হয়তো পৌছোতে দিচ্ছে না। আমার
মস্তিস্কের প্রতিটি কানায়, হৃদয়ের
প্রতিটি প্রকষ্ঠে যে শুধু তুমি আধিপত্ত
করছো।
তোমাতে হারিয়ে যেতে ইচ্ছে করছে। দুরন্ত
বাতাসে হাত দুটি মেলে তোমার
গা ভাসিয়ে দেয়া, পরক্ষনেই বজ্রের তীব্র
শব্দে বল পূর্বক ভীত
হয়ে আমাকে জরিয়ে ধরা এগুলো খুব বেশি মিস
করছি জানো।
কারণ কি জানো প্রতিবারের
মত এবার স্বপ্ন রাজ্যে হারাতে সায়
দিচ্ছে না এ মন। হারিয়ে যেতে চাইলেও
হারাতে দিচ্ছে না।
আজ স্বপ্ন গুলোকে সত্যি করার খুভ
ইচ্ছে হচ্ছে। আদৌ কি এমন হবে? এমনই এক
বৃষ্টির দিনে পাশে কি তোমায় পাবো ? স্বপ্ন
গুলো কি সত্যি হবে? হয়তো বা না… তবুও
স্বপ্ন দেখি বেচে থাকার তাগিদে,স্বপ্নরাজ্যের রাজকন্যাকে পাবার আশায়।
আজ স্বপ্ন গুলোকে সত্যি করার
অপেক্ষা করুন,অপেক্ষার ফল মিঠা হয়।
পড়ার জন্য ধন্যবাদ কিন্তু একটু
পড়ার জন্য ধন্যবাদ কিন্তু একটু পরই ডিলেট হবে।
তবু স্বপ্ন দেখি বেঁচে থাকার
তবু স্বপ্ন দেখি বেঁচে থাকার তাগিদে
:ফুল:
ভালো।কিন্তু বিভাগটা ব্যাক্তিগত কথাকাব্য হওয়া উচিত ছিল।লিখে যাও।
অনুগল্প লেখার ব্যর্থ প্রয়াস
অনুগল্প লেখার ব্যর্থ প্রয়াস