লেখাটি অবশ্যই পড়বেন:
STROKE(স্ট্রোক): মনে রাখুন শব্দটির প্রথম ৩টি অক্ষর: S, T এবং R.
আমরা সবাই যদি এই ছোট্ট সাধারণ সনাক্তকরণ উপায়টা শিখে ফেলি, তবে হয়ত আমরা স্ট্রোকের ভয়ংকর হাত থেকে আমাদের প্রিয়জনদের রক্ষা করতে পারবো॥
একটি সত্যি ঘটনা:
লেখাটি অবশ্যই পড়বেন:
STROKE(স্ট্রোক): মনে রাখুন শব্দটির প্রথম ৩টি অক্ষর: S, T এবং R.
আমরা সবাই যদি এই ছোট্ট সাধারণ সনাক্তকরণ উপায়টা শিখে ফেলি, তবে হয়ত আমরা স্ট্রোকের ভয়ংকর হাত থেকে আমাদের প্রিয়জনদের রক্ষা করতে পারবো॥
একটি সত্যি ঘটনা:
একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাত্ হোঁচট খেয়ে পড়ে গেলেন।উঠে দাঁড়িয়ে বললেন, সবকিছু ঠিক আছে। মেঝের টাইলসে তার জুতার হিল বেঁধে যাওয়ায় তিনি পরে গিয়েছিলেন। কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি রাজী হলেন না। সবকিছু ঠিকঠাক করার পর, পরিস্কার করে তিনি নতুন করে খাবার নিলেন। সদিও মনে হচ্ছিল যেন একটু কেঁপে কেঁপে উঠছেন। অনুষ্ঠানের সম্পূর্ণ তিনি উপস্থিত ছিলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন করে জানালেন, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে॥ সন্ধ্যা ছয়টায় তিনি মারা গেলেন॥
মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো তিনি অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক করেছিলেন। সেখানে যদি কেউ জানতেন কিভাবে স্ট্রোক সনাক্তকরণ সম্ভব, তাহলে হয়তো ভদ্রমহিলা আজও বেঁচে থাকতেন॥
সবাই যে মৃত্যুবরণ করেন তা নয়। অনেকের ঠাঁয় হয় বিছানায়, সাহায্যহীন, ভরসাহীন মূমুর্ষ অবস্থায়॥ মাত্র তিন মিনিট সময় নিয়ে এটা পড়ে ফেলুন:
একজন মস্তিস্ক স্পেলাশিষ্ট বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়া যায়, তবে তাঁকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদেরকে জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায় এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল নেওয়া যায়।
স্ট্রোক চিনুন,
সহজ তিনটি ধাপ: S, T ও R পড়ুন এবং জানুন। মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা কঠিন হয়ে পড়ে। স্ট্রোকের শিকার রোগীর মস্তিস্ক যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটি হয়ত বুঝতে পারছে না।
স্ট্রোক সনাক্ত করার উপায়:
সহজ তিনটি প্রশ্ন করুন-
S- Smile= রোগীকে হাসতে বলুন॥
T- Talk= রোগীকে আপনার সাথে সাথে একটা বাক্য বলতে বলুন॥
R- Raise Hands= রোগীকে এক সাথে দুই হাত উপরে তুলতে বলুন॥
এর যে কোন একটি যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তবে দেরী না করে তাকে হাসপাতালে নিয়ে যান। সনাক্তকরনের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে, অথবা যদি তা বেঁকে থাকে সেটাও স্ট্রোকের লক্ষণ। তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে॥
-**(সংগৃহীত)**
আমি প্রিয়তে রেখে দিলাম।
আমি প্রিয়তে রেখে দিলাম। সম্পূর্ণ একটা অজানা জিনিস জানিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ।
পড়ার জন্য আপনাকে
পড়ার জন্য আপনাকে ধন্যবাদ॥
ভবিষ্যতে এই ধরনের পোস্ট আরও পাবেন॥
ফেবুতে পড়েছিলাম অনেক আগে …
ফেবুতে পড়েছিলাম অনেক আগে … আবারও জেনে ভালো লাগছে :বুখেআয়বাবুল: … পোস্ট প্রিয়তে চলে গেলো :তালিয়া: … এই ব্যাপারগুলো আরও প্রচার হওয়া দরকার… :থাম্বসআপ:
গোলাপ নেন চট্টগ্রাম ভাই… :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
আমি কয়েকদিন আগে ফেবুতে একজনের
আমি কয়েকদিন আগে ফেবুতে একজনের ওয়ালে দেখেছিলাম। তার সম্মতি নিয়ে এইখানে পোস্ট করেছি॥
গোলাপ নিলাম ভাই।
হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের
হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুকির কারণ গুলো মোটামুটি একই,
যেমন
উচ্চ রক্তচাপ
বেশি কোলেস্টেরল
ডায়াবেটিস বা বহুমূত্র রোগ
ধুমপান
স্থূলতা
মদ্যপান
পারিবারিক ইতিহাস
সাধারণত স্ট্রোক ৫৫ বছরের বেশি বয়স্ক পুরুষদের বেশি হয়
স্ট্রোক করেই বোধহয় মরতে হবে।
স্ট্রোক করেই বোধহয় মরতে হবে
:মানেকি: :মানেকি: :মাথাঠুকি: :কনফিউজড:
ধুমপান, মদ্যপান, উচ্চ
ধুমপান, মদ্যপান, উচ্চ রক্তচাপ, বেশি কোলেস্টেরল, পারিবারিক ইতিহাস === আর কি লাগে? :দীর্ঘশ্বাস:
মরার জন্য এই গুলো যথেষ্ট॥
আর
মরার জন্য এই গুলো যথেষ্ট॥
আর বাঁচার জন্য লাগে অনেক কিছু॥
হু! আসলেই! আমি জানতাম না
হু! আসলেই! আমি জানতাম না কিন্তু!
ফেবুতে অনেক আগে দেখছিলাম।
ফেবুতে অনেক আগে দেখছিলাম। বেশী বেশী প্রচারে সচেতনতা বাড়ুক। ধন্যবাদ।
এই কাজ গুলো আপনাদের বেশী করা
এই কাজ গুলো আপনাদের বেশী করা উচিত॥ আমাদের মত সাধারন নাগরিকদের চেয়ে আপনার মত চিকিত্সকরা এই সব পোস্ট দিলে তা আরও বেশী সফল হবে॥
উপকারী পোস্ট ।ধন্যবাদ লেখককে
উপকারী পোস্ট ।ধন্যবাদ লেখককে ।
আপনারেও ধন্যবাদ॥ কষ্ট করে
আপনারেও ধন্যবাদ॥ কষ্ট করে পড়ার জন্য॥