বাস্তবে কতো চেতনা,জন্মে-মরে
পচে-গলে মিশে গেছে কবে
রূপকথায় কতো সন্তান,অনাহারে
পিতামাতা-কে ছোবল মেরেছে বুকে
রক্তে মিশে আছে পাললিক ঘ্রাণ
রক্তে মিশে আছে চেতনার প্রাচীন টান
নবজাতকের অঙ্গ বেয়ে,রমণীর স্বপ্ন
দেশ ও দশের হয়ে নেমে এসেছে মাটির শরীরে
বাস্তবে কতো চেতনা,জন্মে-মরে
পচে-গলে মিশে গেছে কবে
রূপকথায় কতো সন্তান,অনাহারে
পিতামাতা-কে ছোবল মেরেছে বুকে
রক্তে মিশে আছে পাললিক ঘ্রাণ
রক্তে মিশে আছে চেতনার প্রাচীন টান
নবজাতকের অঙ্গ বেয়ে,রমণীর স্বপ্ন
দেশ ও দশের হয়ে নেমে এসেছে মাটির শরীরে
কিছু আশা রাখা যায়
কিছু আশা রাখা দায়
পিতার চোখে পুত্র হারানোর ক্ষোভ
শোকাতর চোখ সপ্ন বোনে নির্জনে
উর্বর বাংলার উপর মখমলে রোদ
নবজাতকের অঙ্গ বেয়ে,রমণীর স্বপ্ন
দেশ ও দশের হয়ে নেমে এসেছে মাটির শরীরে
লেগে আছে চেতনার প্রাচীন টান
লেগে আছে রক্তমাখা ভাষার পিছুটান।
আফা , বালা লাইগ্গে॥
আফা , বালা লাইগ্গে॥
কবিতা ভাল হচ্ছে শিখা। বানান
কবিতা ভাল হচ্ছে শিখা। বানান এর দিকে খেয়াল দিতে হবে আর যতি, বিরাম চিহ্ন ঠিক করে দিতে হবে। নাহলে কবিতার অর্থ প্রকাশে সমস্যা হয়
:থাম্বসআপ:
লেগে আছে-চেতনার প্রাচীন
লেগে আছে-চেতনার প্রাচীন টান
লেগে আছে-রক্তমাখা ভাষার পিছুটান।
-খুব ভালো লাগলো…
শোকাতর চোখ সপ্ন বোনে
শোকাতর চোখ সপ্ন বোনে নির্জনে-এখানে বোনে (বুনে) রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ বানান রীতি।
যতি চিহ্ন কবিতা উপযোগী করেই ব্যাবহ্রত হয়েছে।
শোকাতুর / শোকাতর …? আমি ঠিক দ্বন্দ্বে আছি।
রক্তে মিশে আছে পাললিক
দারুণ লিখেছেন। আর আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা এখনো করেন নাই কিন্তু। হেহেহেহে। :জলদিকর: :হাহাপগে:
অমানিশার ঘোর আমার কাটে নাইরে
🙂 অমানিশার ঘোর আমার কাটে নাইরে ভায়া। দেখা হবে ….চট্টগ্রাম বেশী বড় শহর না।
আপনি ভাইয়া বানান শুদ্ধ করে
আপনি ভাইয়া বানান শুদ্ধ করে লিখুন॥
সবসময় ভুল করলে সেটা দৃষ্টিকটু দেখায়॥
নাগরিক চট্টগ্রাম। কমেন্টটি কি
নাগরিক চট্টগ্রাম। কমেন্টটি কি আমাকে করা হয়েছে ভায়া?
কিছু আশা রাখা যায়
কিছু আশা
কিছু আশা রাখা যায়
কিছু আশা রাখা দায়
অনেক সুন্দর একটা কথা :থাম্বসআপ:
ধন্যবাদ।
ধন্যবাদ।
হুম। আপনারে কয়ছি, শিখা॥
আপনি
হুম। আপনারে কয়ছি, শিখা॥
আপনি ঠিক মত কমেন্ট রিপ্লাই দেন না কেন?
অনুরোধ জানাই উক্ত কবিতার
অনুরোধ জানাই উক্ত কবিতার বানান ভুল গুলো ধরিয়ে দিলে খুশি হবো। প্লিজঃ!
কই? রিপ্লাই দিয়ে ভুল জানতে চাইলাম তো ভায়া। (: