বদ্ধ ঘরে চলে নিয়মতান্ত্রিকতা
বেরুচ্ছে নিস্তেজ আগুনের উচ্ছিষ্ঠ
ঝড়ের আবেগে-বর্নহীন ধোঁয়া
মানুষের হৃদপিণ্ডে চলে যান্ত্রিকতা
আমেজহীন শরীরে বিষাদের ছোঁয়া
বদ্ধ ঘরে চলে চেতনার অপচর্চা
আরো কতো কী প্রমোদ-নিষিদ্ধ পাপ
সংকীর্ণতায় মন,খোঁজে পাপের ফসল
সত্যের স্রোত ডিঙ্গিয়ে তীরের আশ্রয়ে
বদ্ধ ঘরে চলে নিয়মতান্ত্রিকতা
বেরুচ্ছে নিস্তেজ আগুনের উচ্ছিষ্ঠ
ঝড়ের আবেগে-বর্নহীন ধোঁয়া
মানুষের হৃদপিণ্ডে চলে যান্ত্রিকতা
আমেজহীন শরীরে বিষাদের ছোঁয়া
বদ্ধ ঘরে চলে চেতনার অপচর্চা
আরো কতো কী প্রমোদ-নিষিদ্ধ পাপ
সংকীর্ণতায় মন,খোঁজে পাপের ফসল
সত্যের স্রোত ডিঙ্গিয়ে তীরের আশ্রয়ে
পথচারী দেখে সব অবলীলায়
আকাশের দিকে নিক্ষেপ করে
সরলতায় পরিপূর্ণ ঘৃণার থুথু
নিজেকে লজ্জা দেবার জন্যেই
মুখ পেতে দ্যায় নির্দ্বিধায়
বর্নমুখর মন পড়ে দ্যোতনায়
অজান্তেই মানিয়ে নেয় নিজেকে
অস্থিতিশীল পরিবেশ দ্যাখে,
বিকারগ্রস্থ পথচারী হারায় ধৈর্য
তবু পথ বেয়ে হেঁটে যায়
সন্ধি করে প্রতিটি সম্ভাবনাময় পদে
সৃষ্টিশীল পাপের সাথে
নিবারন করতে সুপ্রাচীন কর্মের লজ্জা
অসহায়ত্বকে কর বন্দী
সাহসের
অসহায়ত্বকে কর বন্দী
সাহসের সাথে কর সন্ধি
হয়তো বা পেয়ে যাবে
একসাথে চলার সঙ্গী॥
(No subject)
:ফুল: :ফুল:
বেশ হয়েছে,শিখা দি।
বেশ হয়েছে,শিখা দি।
শিখা আপু এইতো লিখতে পারছেন!
শিখা আপু এইতো লিখতে পারছেন! ভালো লিখেছেন। কিন্তু আপনি যতি বিরাম চিহ্নের কোনো ব্যবহার করেন নি কেন??
চালিয়ে যান। :থাম্বসআপ:
গদ্য কবিতা বলে ভায়া।
গদ্য কবিতা বলে ভায়া।
সুন্দর হয়েছে আপু
সুন্দর হয়েছে আপু 🙂 :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
পড়বার জন্যে ধন্যবাদ। এতো
পড়বার জন্যে ধন্যবাদ। এতো রাতেও মানুষ কবিতা পড়ে? হায়!!!!
এত কষ্ট করে লিখে পরে আবার
এত কষ্ট করে লিখে পরে আবার মুছে দেয়ার জন্য আবেদন করেন ।আপনি তো বেশ আজব!
ভাল লিখেছেন ।আরো লিখুন ।নিজের
ভাল লিখেছেন ।আরো লিখুন ।নিজের উপর আত্মবিশ্বাস আরো বাড়ান ।
আপনারা মন্তব্যের জন্য
আপনারা মন্তব্যের জন্য ধন্যবাদ।