Writer is considering to rewrite this section. Content will be updated soon. Thanks for your patience.
(১) দুষ্ট ছেলের দল
ইউনিভার্সিটি লাইফ যার খারাপ কেটেছে, তার চাইতে হতভাগ্য আর কেউ আছে বলে আমার মনে হয় না। ক্যাম্পাস ছেড়ে এসেছি পাঁচ বছর হয়ে যাচ্ছে অথচ এখনও কাম্পাসে কাটানো দিনগুলো আমার স্মৃতিতে ছবির মত স্পষ্ট। এখনও সেই দিনগুলোর কথা মনে পড়লে বুকের ভেতর থেকে একটা কথা উঠে আসে “কি দিন ছিল”! দিন এখনও আছে, সব এখনও হারিয়ে যায়নি। বন্ধুরা মিলে ক্যাম্পাসের চাইতে মজা কোন অংশে কম করি না এখনও। তবে হল লাইফের তুলনা হয় না। ইট ওয়াজ লাইক এ ড্রীম!
[শুধু বন্ধু বলছি একারনে যে
[শুধু বন্ধু বলছি একারনে যে আমার কোন বান্ধবী ছিল না।]
— আহ দুঃখ পেলাম!
ইসসিরে… বান্ধবীবিহীন
ইসসিরে… :ভেংচি: :হাহাপগে: :হাহাপগে: বান্ধবীবিহীন জীবন…ধুধু মরীচিকা… :হাসি: :হাসি: 😀
হে হে হে , খুব খুশী না?
হে হে হে , খুব খুশী না?
শহিদ ভাই, মনে এতো দুঃখ নিয়েন
শহিদ ভাই, মনে এতো দুঃখ নিয়েন না। আসলে বান্ধবী আমার ছিল কিন্তু ইউনিভার্সিটিতে ছিল না। :ফেরেশতা:
আহা কি জিনিস মনে করায়ে
আহা কি জিনিস মনে করায়ে দিলেন… :দিবাস্বপ্ন: :দিবাস্বপ্ন: :দিবাস্বপ্ন: :দিবাস্বপ্ন: :দিবাস্বপ্ন:
আমার হোস্টেল লাইফ শুরু হইছে সেই ক্লাস সেভেন থেকে, তাই স্মৃতির ঝাঁপি আরও বড়। তবে আপনার লেখা এতো ছোট করলেন কেন? মাত্র একটা ঘটনা :কথাইবলমুনা:
আতিক ভাই, ক্যাম্পাসের গল্প কি
আতিক ভাই, ক্যাম্পাসের গল্প কি আর ছোট হয়? লেখাটা আসলে অনেক বড়। আমাদের সেইন্ট মার্টিন ট্যুর নিয়ে লেখা। ফাইল থেকে কপি-পেস্ট করার সময় কিছু একটা ঝামেলা হয়ে গেছে। কি করবো বুঝতে পারছি না।
পোস্টে ঢুকে সম্পাদনায় গিয়ে
পোস্টে ঢুকে সম্পাদনায় গিয়ে ঠিক করে দিন।
স্যারের সেই আগের চুল এখন আর

স্যারের সেই আগের চুল এখন আর নেই।স্যার ইদানীং অল্পতেই রেগে যান।হয়ত স্টুডেন্টদের কিছু আচরণের জন্য।স্যারকে মেয়েরা অনেক পছন্দ করে।তিনি কথা বলার সময় মেয়েদের হাসি থামতেই চায় না।এ নিয়ে অবশ্য তিনি একটু বিব্রত।একবার তিনি পড়াচ্ছেন ‘বিপ্লবের কারণসমূহ।’একটি কারণ বললেন–‘লাভ’।এই লাভ সেই লাভ নয়।কিন্তু মেয়েদের হাসি দেখে কে!স্যারও ঘটনা বুঝতে পেরে সুন্দর হাসি দিলেন।
কোন স্যারের কথা কইলেন?
কোন স্যারের কথা কইলেন? :কনফিউজড:
ওহ ইনি ভার্সিটিতে আমার
ওহ ইনি ভার্সিটিতে আমার স্যার।জয়েন করেছেন বেশিদিন হয় নাই।
হা হা হা! কমেন্ট পড়ে মজা
হা হা হা! কমেন্ট পড়ে মজা পেলাম!
নাভিদ ভাই, আপনার সেই হোস্টেল
নাভিদ ভাই, আপনার সেই হোস্টেল লাইফের মাথা আর এখনকার মাথার মধ্যে তো দেখি আকাশ পাতাল তফাত 😛 মাথা বলতে চুল বুঝাইছি 😛
(No subject)
:মাথাঠুকি:
প্রথম ছবির সবচেয়ে উপরের
প্রথম ছবির সবচেয়ে উপরের পোলাটা কে ?জুনায়েদ সিদ্দীকীর মত লাগে
আমরা চার রুমমেটঃ
উপরে বামে –
আমরা চার রুমমেটঃ
উপরে বামে – আবিদ, ডানে – রাজর্ষি
নিচ বামে- কাবু, ডানে – আমি,