Writer is considering to rewrite this section. Content will be updated soon. Thanks for your patience.
(৮) ফার্স্ট ইয়ার
২০০৩ সালে মার্চের শেষ দিকে আমি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আজ ভাবতে অবাক লাগছে যে সেই দিনটা এখন থেকে দশ বছর আগের একটা দিন। সময় কত দ্রুত চলে যায়। সেদিন কি ভুলেও ভাবতে পেরেছিলাম আগামী চার বছরে কত বিচিত্র অভিজ্ঞতা হবে আমার?
অসাধারণ লাগল রায়ান ভাই। আসলেই
অসাধারণ লাগল রায়ান ভাই। আসলেই আপনার লেখনী চমৎকার লাগে।
পূর্বের পোস্টের লিংক পোস্টের শুরুতে না দিয়ে পোস্টের শেষে দিলে ভালো হয়। দেখতে ভালো লাগবে।
ধন্যবাদ আতিক ভাই। ক্যাম্পাসের
ধন্যবাদ আতিক ভাই। ক্যাম্পাসের যে গল্প গুলো লিখছি সেগুলো সবই সত্য ঘটনা। আমি শুধু একটু গুছিয়ে লিখছি এই আর কি।
লেখা ভালো লেগেছে জেনে বড়ই ভালো লাগলো 😀 ।
দারুন লিখেছেন রায়ান ভাই
দারুন লিখেছেন রায়ান ভাই
থ্যাঙ্ক য়্যু!
😀
থ্যাঙ্ক য়্যু!