City of Angels- ভালবাসার চেয়ে বড় পাপ আর হয় না।

I would rather have had one breathe of her hair, one kiss of her lips and one touch of her hand than eternity without it… just one……


I would rather have had one breathe of her hair, one kiss of her lips and one touch of her hand than eternity without it… just one……

Seth একজন বিশেষ ধরনের দেবদূত যেঁ বিপদে পড়তে যাওয়া মানুষদের খুব অদ্ভুত ভাবে বাচিয়ে দেয়। কিন্তু যেহেতু দেবদূতেরা না চাইলে কেউ তাদের দেখতে পায় না,সুতরাং মানুষগুলো বুঝতে পারে না কিভাবে তারা বেচে গেল। এই ধরনের দেবদূতদের প্রধানতম দায়িত্ব হচ্ছে মৃত্যুপথযাত্রী মানুষের শয্যাপাশে গিয়ে তাকে সাহস দেয়া, তার মৃত্যুকে যথাসম্ভব যন্ত্রনাহীন করে তাকে পরবর্তী জীবনের পথ দেখানো। তো এভাবে একদিন এক হাঁসপাতালে সেথ এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখিন হয়। সে দেখে কর্তব্যরত ডাক্তার মৃত্যু নিশ্চিত জেনেও এক রোগীকে বাঁচানোর জন্য প্রানান্তকর চেষ্টা করতে থাকে। এটা দেখে ম্যাগী মানে ঐ ডাক্তারটার প্রতি সেথের এক অনির্বচনীয় অনুভুতির সৃষ্টি হয়। প্রথমে বুঝতে না পারলেও পরে সেথ ধীরে ধীরে বোঝে যেঁ, দুর্বোধ্য ক্ষেত্র বিশেষে অবোধ্য অতি অর্থহীন ব্যাখ্যাতিত এই অনুভুতির নাম ভালবাসা। কিন্তু তা কিভাবে সম্ভব? এ যে বড় অদ্ভুত কথা। কাঁকতালিয় ভাবে সেথ একজনের সন্ধান পায় যেঁ ঠিক তার মত একদিন এইরকম অদ্ভুত অনুভুতির শিকার হয়েছিল। এবং এই অদ্ভুত রাস্তার মোড়ে এসে সেই লোকটি ঠিক পথটি বেছে নিতে একটুও ভুল করেনি। এরপর সেথ তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি
নেয়। কিন্তু সে কি জানত, সৃষ্টিকর্তার অদ্ভুত খেলার তখনও অনেক বাকি। জানলে কি সে সত্যিই এই সিদ্ধান্ত নিত?? কেউ কি নিতে পারে??? ?

Brad Silberling এর পরিচালনায় এবং নিকোলাস কেজ ও মেগ রায়ান এর অভিনয়ে ১৯৯৮ সালে তৈরি এই romantic fantasy drama মুভিটি আসলে ১৯৮৭ সালে মুক্তি পাওয়া Wings of Desire (Der Himmel über Berlin ) নামের একটি জার্মান মুভির রিমেক। যদিও আসল মুভিটার রেটিং রিমেকের চেয়ে বেশি, তারপরেও রিমেক এই মুভিটায় কেজের অসাধারণ অভিনয় মনে করিয়ে দেয় কি অতুলনীয় এক অভিনেতা ছিলেন এই নিকোলাস কেজ। ভাবতে অবাক লাগে এই একই অভিনেতা ড্রাইভ এংরি এর মত আজাইরা একশন মুভিতেও অভিনয় করছে… :মানেকি: কেউ সিরিয়াস হইয়েন না বাট ট্রাস্ট মি, এই মুভিতে এই লোকের অভিনয় দেখার পর ঐ কাহিনিছাড়া তারছিরা মুভিতে অভিনয়ের লাইগা আপনে হ্যাঁরে মারতে চাইবেন। :ক্ষেপছি: মেগ রায়ান আমার দেখা অন্যতম কিউট এক রমনি… :ভালুবাশি: সবচেয়ে ভালো লাগে ওঁর পিচ্চিবাবুর মত এক্সপ্রেসন। পুরাই অস্থির… :ভালাপাইছি:

মুভিটা দেখেন। ভালবাসা যে কতটা অদ্ভুতভাবে হাসাতে পারে, আবার পরমুহূর্তে কাঁদাতে পারে, তা জানার জন্যও এই মুভিটা একবার দেখা উচিৎ। হ্যাপি মুভি ওয়াচিং … ^_^ 😀

imdb– http://www.imdb.com/title/tt0120632/

Review and Rating by users — http://www.imdb.com/title/tt0120632/reviews?ref_=ttcrv_sa_3

yifi torrent : http://yify-torrents.com/movie/City_of_Angels_1998

৫ thoughts on “City of Angels- ভালবাসার চেয়ে বড় পাপ আর হয় না।

 1. ডন এইটা আমারও দেখা হয় নাই…

  ডন এইটা আমারও দেখা হয় নাই…
  :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মনখারাপ: :মনখারাপ: :মনখারাপ: :ভাবতেছি: :ভাবতেছি: :ভাবতেছি: :ভাবতেছি: কখন দেখা যায়! অনেক বেকলগ হয়ে গেছে!!

  1. লিংকন ভাই, এইটা জার্মান মুভি
   লিংকন ভাই, এইটা জার্মান মুভি “Wings of Desire” এর রিমেক। জার্মানটার রেটিং যদিও বেশী, কিন্তু এই মুভিটা জাস্ট অসাম হইছে কেজ আর মেগ রায়ানের জন্য… বিশেষ করে মেগ রায়ান, আহা… :ভালুবাশি: :ভালুবাশি: :ভালুবাশি: :ভালুবাশি: :ভালুবাশি: :ভালুবাশি: আর কেজ আসলে কি চিজ, তা এই মুভি না দেখলে বোঝা যাবে না। :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট:

   ত্রাত্রি দেইখা জানান, কেমন লাগলো… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :জলদিকর: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *