প্রতিটি বারান্দায় বা ব্যালকনিতে এক একটি গল্প থাকে
তুমি যখন রেলিঙের প্রান্তে দাঁড়িয়ে সুদূর নীলাকাশে দৃষ্টি মেলে
গাঙচিল বা ঈগলের দিকে তাকাও , সেই তাকানোর পেছনে একটা
নীলাভ গল্প থাকে
যেমন পাখির ডানার গভীরে উষ্ণতার গল্প লুকোনো থাকে ।
গল্প থাকে সকালের নরম রোদে মেলে দেওয়া ভেজা শাড়ির ভাজে ভাজে ।
বিগত রাতে রচিত হওয়া সেই গল্পটি হতে পারে
সফল কিংবা ব্যর্থ ।
একদা প্রচুর গল্প তৈরি হয়েছিলো তোমার মরাল গ্রীবায়, তৃষ্ণা কাতর
ঠোঁটের পাপড়িতে এবং বিশেষত বাম স্তনের কিছুটা নিচে লালচে তিলটার গায়ে ।
যৌবনের প্রস্তুতি পর্বে উত্তাল সেই তুমুল ফাল্গুনে
প্রতিটি বারান্দায় বা ব্যালকনিতে এক একটি গল্প থাকে
তুমি যখন রেলিঙের প্রান্তে দাঁড়িয়ে সুদূর নীলাকাশে দৃষ্টি মেলে
গাঙচিল বা ঈগলের দিকে তাকাও , সেই তাকানোর পেছনে একটা
নীলাভ গল্প থাকে
যেমন পাখির ডানার গভীরে উষ্ণতার গল্প লুকোনো থাকে ।
গল্প থাকে সকালের নরম রোদে মেলে দেওয়া ভেজা শাড়ির ভাজে ভাজে ।
বিগত রাতে রচিত হওয়া সেই গল্পটি হতে পারে
সফল কিংবা ব্যর্থ ।
একদা প্রচুর গল্প তৈরি হয়েছিলো তোমার মরাল গ্রীবায়, তৃষ্ণা কাতর
ঠোঁটের পাপড়িতে এবং বিশেষত বাম স্তনের কিছুটা নিচে লালচে তিলটার গায়ে ।
যৌবনের প্রস্তুতি পর্বে উত্তাল সেই তুমুল ফাল্গুনে
কোষের উথানে – পতনে অজস্র গল্প লেখা হয়ে যেতো গোপনে গোপনে ।
তবে সেই গল্পটি আমি কী করে ভুলি মেয়ে !
কী যেন এক গাঢ় অভিমানের গল্প বুকে নিয়ে চলে যেতে চেয়েছি
তোমার থেকে অনেক দূরে …
হায় ! বাকী জীবনের জন্য না ভুলতে পারার গল্প হয়ে তুমি প্রীতিলতা
হল থেকে শহীদ মিনার দৌড়ে এলে উদ্ভ্রান্ত নগ্ন পায়ে ।
কাছে এসে খুব করে জড়িয়ে ধরলে হয় গল্প
আবার যোজন যোজন দূরে চলে গেলেও হয় গল্প
প্রথম গল্পটির নাম যদি হয় প্রেম তবে
দ্বিতীয়টির নাম নিশ্চয়ই বিরহ !
বিরহ কাতর জনাব রাব্বী জানেন প্রিয় সন্তান ত্বকীকে হারিয়ে
কী বেদনার গল্প তিনি বুকে বয়ে বেড়ান !
অবুঝ মেঘ ও একদিন কবরের শূন্যতা ছুঁয়ে জেনে যাবে
মা রুনি আর পিতা সাগরের জীবনে কী ভয়ংকর গল্প নেমে এসেছিলো !
এমন অসংখ্য গল্প ছড়িয়ে আছে রিক্সার টায়ারে, ওয়ারড্রবে কাপড়ের ভাজে
রাখা ন্যাপথলিনে, শিমুল তুলো দিয়ে বানানো নরম বালিশে কিংবা রান্নাঘরের
তেল চিটচিটে দেওয়ালে ঝুলানো ঋষি মার্কসের ফটোগ্রাফে !
গল্প আছে ঢাকা টু রামপাল অভিমুখে জনতার লং মার্চে
গল্প আছে ৩১ টাকার শ্রম থেকে ২১ টাকা শুষে নেওয়ার মধ্যে
উদ্বৃত্ত মূল্য শোষণের বিশ্বব্যাপী গল্প আছে শ্রমজীবীর রক্তে আর ঘামে
কিন্তু আসলে মৌলিক গল্প একটাই
ওরা ১ আর আমরা ৯৯
অর্থাৎ শোষক ও শোষিতের গল্প ।
চমৎকার।
প্রথমে
চমৎকার। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
প্রথমে ভাবলাম লুতুপুতু টাইপ প্রেমের কবিতা। শেষে এসে দেখি পুরা আগুন।
আতিক ভাই,
পুরা কবিতাটি পড়ার
আতিক ভাই,
পুরা কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ !
:গোলাপ: :ধইন্যাপাতা: :গোলাপ:
কিন্তু আসলে মৌলিক গল্প
অসাধারণ। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
কিরন,
আপনাকে ধন্যবাদ !!!
কিরন,
আপনাকে ধন্যবাদ !!!
:গোলাপ: :গোলাপ: :গোলাপ:
আহ! চমৎকার রাহাত ভাই! বেশ
আহ! চমৎকার রাহাত ভাই! বেশ কিছুদিন যাবত ব্লগে ভালো লেখা পাচ্ছি না। আমার কাছে ভালো লেখা হল মনের খাবার। অনেকদিন ভালো লেখা খেতে না পেরে কেমন যেন অধৈর্য হয়ে উঠেছিলাম। আজকে আবার বাইরে বৃষ্টি পড়ছে, মেঘের গর্জনে আকাশ তোলপাড়! আপনার কবিতাটা পড়ে সব কিছু শান্ত হয়ে এলো। অত্যান্ত গভীর জীবনবোধ ফুটে উঠেছে লেখাটায়।
রায়ান ভাই,
অসংখ্য ধন্যবাদ
রায়ান ভাই,
অসংখ্য ধন্যবাদ চমৎকার কমেন্টির জন্য !
সবই আসলে গল্প । কিছু লিখিত আর বাকিটা অলিখিত , দৃষ্টির আড়ালে থেকে যায় ।
:গোলাপ: :গোলাপ: :গোলাপ:
সবই আসলে গল্প । কিছু লিখিত আর
:থাম্বসআপ: :থাম্বসআপ:
আসলে মৌলিক গল্প একটাই
ওরা ১
আসলে মৌলিক গল্প একটাই
ওরা ১ আর আমরা ৯৯
অর্থাৎ শোষক ও শোষিতের গল্প ।
– সহমত ।
চমৎকার লিখেছেন ।এককথায় অগ্নিঝরা কবিতা ।
শাহিন ভাই,
ধন্যবাদ বস !
শাহিন ভাই,
ধন্যবাদ বস !
:গোলাপ: :গোলাপ: :গোলাপ:
বস! নতুন সংযোজন?
পাম্পিং দোষে
বস! নতুন সংযোজন?
পাম্পিং দোষে আমি ফুলে ফাটলে কিন্তু আপনিই দায়ী!
হাহাহাহাহাহাহা … একটু
হাহাহাহাহাহাহা … একটু দুষ্টামি আর কি :ভেংচি:
দায় নিলাম … :খুশি:
আহ…
দারুন
আহ…
দারুন
(No subject)
:খাইছে: :চিন্তায়আছি: :ভাবতেছি: :খুশি: :নৃত্য: :গোলাপ: :আমারকুনোদোষনাই:
কিন্তু আসলে মৌলিক গল্প
আপনার কাছ থেকে কবিতা লিখা শিখবো রাহাত ভাই। শুরুটা ছিলো একরকম। কিন্তু শেষের দিকে এসেই পুরো মোড়টা ঘুরিয়ে দিলেন! কেমনে যে লিখেন ভাইয়া!! :থাম্বসআপ:
ইলেকট্রন,
আজকে অফিস থেকে
ইলেকট্রন,
আজকে অফিস থেকে রিক্সায় ফিরতে ফিরতে কয়েকটি সুউচ্চ নির্মাণাধীন বাড়ির ফাঁকা ব্যালকনি দেখতে দেখতে মনে হলো আর কিছুদিন পর এই ব্যালকনিতে হয়তো একজন নারী দাঁড়াবে, আকাশের দিকে চাইবে । কাপড় শুকাতে দেবে । মানে আজকের শুন্য ব্যালকনি প্রাণের সঞ্চারনে জীবন্ত হয়ে উঠবে । এই ছিলো মূল চিন্তা । ২৫ মিনিটের রিক্সা ভ্রমণে মোটামুটি কাঠামোটি দাঁড় করিয়ে ফেলেছিলাম মনে মনে । আর বাসায় ফিরে লিখতে ১০ মিনিট লেগেছে । এই হলো ইতিহাস !
তোমার ভালো লেগেছে জেনে প্রীত হলাম ! তবে কবিতা লেখা শেখানোর পদ্ধতি আমার জানা নেই । অবশ্য বিদেশে গল্প, কবিতা লেখার উপর প্রফেশনাল কোর্স করানো হয় । তুমি চাইলে ওদের সাহায্য নিতে পারো … হাহাহাহাহাহা
:গোলাপ: :ধইন্যাপাতা: :গোলাপ:
রাহাত মুস্তাফিজ, আপনার
রাহাত মুস্তাফিজ, আপনার অসাধারণ উন্নতি লক্ষ্য করলাম ভাই। সত্যি মুগ্ধ হলাম। চালিয়ে যান। চমৎকার ভাবে লিখেছেন
:bow: :থাম্বসআপ: :থাম্বসআপ: :ফুল: :ফুল:
ভাই, আপনি হইলেন গিয়ে
ভাই, আপনি হইলেন গিয়ে আপাদমস্তক কবি ! কবিতাটি আপনাকে কিছুটা হলেও সন্তুষ্ট করতে পেরেছে জেনে দারুণ লাগছে !!! :গোলাপ: :ধইন্যাপাতা: :গোলাপ:
ভাই, লজ্জা দিলেন। আসলে কবিতা
ভাই, লজ্জা দিলেন। আসলে কবিতা সন্তুষ্টি দেয়ার চেয়ে কবির নিজের সন্তুষ্টি বড় বলে আমি মনে করি। আনন্দ নিয়ে কবিতা লিখবেন, আপনার যদি নিজের কবিতা ভাল লাগে, আপনি যদি আনন্দ পান তাহলে আপনি সার্থক আর যদি বাকী পাঠকেরাও আনন্দ পায় তাহলে সেতা বোনাস। আমি সাধারণত উচ্ছ্বসিত মন্তব্য করিনা, কিন্তু আস্লেই এই কবিতাটি অনেক ভাল লেগেছে :ফুল: :ফুল:
আসলে কবিতা সন্তুষ্টি দেয়ার
:থাম্বসআপ: :থাম্বসআপ:
কিন্তু আসলে মৌলিক গল্প
খুবই পছন্দ হইলো এই তিনটা লাইন। আসলেই তো তাই। ধন্যবাদ ভাইজান। :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
হঠাত প্রসঙ্গ পরিবর্তন হয়ে
হঠাত প্রসঙ্গ পরিবর্তন হয়ে গেল| দীর্ঘ্য প্রেম বিষয়ক আলাপচারিতা থেকে দ্রুত দ্রোহ এবং বাস্তবতা মোড় নিয়েছে কবিতার বিষয়বস্তু| Transition এর ক্ষেত্রে একটু space রাখলে মনে হয় ভালো হত| অবশ্য আমার কথা তেমন গুরুত্বের সাথে নেওয়ার কিছু নেই| আমি কবিতা বুঝি কম| সার্বিকভাবে ভালো হয়েছে|
সুন্দর কমেন্ট !!!
অনেক
সুন্দর কমেন্ট !!!
অনেক ধন্যবাদ !
:গোলাপ: :ধইন্যাপাতা: :গোলাপ:
আজকে অফিস থেকে রিক্সায় ফিরতে
আজকে অফিস থেকে রিক্সায় ফিরতে ফিরতে কয়েকটি সুউচ্চ
নির্মাণাধীন বাড়ির ফাঁকা ব্যালকনি দেখতে দেখতে মনে হলো আর
কিছুদিন পর এই ব্যালকনিতে হয়তো একজন নারী দাঁড়াবে,
আকাশের দিকে চাইবে । কাপড় শুকাতে দেবে । মানে আজকের শুন্য
ব্যালকনি প্রাণের সঞ্চারনে জীবন্ত হয়ে উঠবে । এই ছিলো মূল
চিন্তা । ২৫ মিনিটের রিক্সা ভ্রমণে মোটামুটি কাঠামোটি দাঁড়
করিয়ে ফেলেছিলাম মনে মনে ,
এক গল্পের পিছনে লুকিয়ে থাকা আরেক গল্প..কবি সেই যে কিনা সহজ করে মনের কথা বলতে পারে, এদিক দিয়ে আপ্নি সফল।
ভেজা খড়কুটো ,
আপনাকে ধন্যবাদ
ভেজা খড়কুটো ,
আপনাকে ধন্যবাদ !
:গোলাপ: :ধইন্যাপাতা: :গোলাপ:
কিভাবে সাবলিল ভাবে কবিতার
কিভাবে সাবলিল ভাবে কবিতার মোড়ও ঘুরিয়ে দেয়া যায় রাহাত ভাই তাই দেখিয়ে দিলেন।আমরা যারা লেখার চেস্টা করছি,এই কবিতা তাদের জন্য একটা দৃস্টান্ত স্বরুপ।রাহাত ভাইকে ধন্যবাদ এমন একটি কবিতা উপহার দেয়ার জন্য।
শঙ্খনীল কারাগার,
ভালবাসায়
শঙ্খনীল কারাগার,
ভালবাসায় স্নাত হলাম !
:গোলাপ: :ধইন্যাপাতা: :গোলাপ:
কিন্তু আসলে মৌলিক গল্প একটাই
কথাটা ভালো লাগলো… :তালিয়া: :তালিয়া: :থাম্বসআপ: :ধইন্যাপাতা:
খুবই বাস্তব কথা রাআদ !
আপনাকে
খুবই বাস্তব কথা রাআদ !
আপনাকে ধন্যবাদ !
:গোলাপ: :গোলাপ: :গোলাপ:
কিছু লুতুপুতু জায়গা বাদ
কিছু লুতুপুতু জায়গা বাদ দিলে,পুরো কবিতাটা অসাধারণ …….তবে আমি আজও আছি সেইরকম কিছু লেখার অপেক্ষায়।
তারানণুম তারা ,
লুতুপুতু
তারানণুম তারা ,
লুতুপুতু জায়গাটা উল্লেখ করলে আমার বুঝতে সুবিধা হতো ।
কোন রকম লেখার অপেক্ষায় আছো তুমি ?
কমেন্টের জন্য ধন্যবাদ !!!
:গোলাপ: :গোলাপ: :গোলাপ:
বাদ দেন বলতে ইচ্ছে করছে না
বাদ দেন বলতে ইচ্ছে করছে না ……..তবে অপেক্ষার কথা বলি ,আপনি একদিন বলেছিলেন হাসতে হাসতে দাত পড়ে পা কেটে যাবে এইরকম একটা লেখা লেখার চেষ্টা করবেন ……চেষ্টাটা কত দূর …..
বাপরে, এই মেয়ে সেই কথা ভোলেনি
বাপরে, এই মেয়ে সেই কথা ভোলেনি দেখছি … !!! :লইজ্জালাগে:
জাতি সেই হাসতে হাসতে দাত পড়ে
জাতি সেই হাসতে হাসতে দাত পড়ে পা কেটে যাওয়া লেখার ব্যাপারে আরও জানতে চায়… :ভাবতেছি:
হাহাহাহাহাহাহাহা …
হাহাহাহাহাহাহাহা … :হাসি:
সোজা প্রিয়তে।
সোজা প্রিয়তে।
কবিতা তোমায় দিল…,
কবিতা তোমায় দিল…,
:গোলাপ: :ধইন্যাপাতা: :গোলাপ:
ভাল লাগল।
“শোষক আর শোষিতের
ভাল লাগল।
“শোষক আর শোষিতের গল্প
আমাদের নষ্ট সমাজের অঙ্গ”॥
নাগরিক চট্টগ্রাম ,
আপনাকে
নাগরিক চট্টগ্রাম ,
আপনাকে ধন্যবাদ !!!
:গোলাপ: :গোলাপ: :গোলাপ:
আমার সারা জীবনের চাওয়া কবিতা
আমার সারা জীবনের চাওয়া কবিতা হবে সহজ-সরল । যেটা তুই ভালভাবেই করছিস । কিছু বলতে চাচ্ছি না । শুধু বলতে চাচ্ছি ঐসব শব্দভূকদের মুখে চুনকালি দেয়ার সময় তুই তৈরি করে ফেলেছিস।
……আর আমার কবিতা না লিখলেও চলবে ।
তোর কবিতাই আপাতত আমার পেটে-ভাতে জীবনের দীর্ঘশ্বাসের ক্লানিতেমোচন….একমাত্র বিনোদন । :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow: :bow:
আমজাদ,
কি যে কও না । এই একটু
আমজাদ,
কি যে কও না । এই একটু আধটু চেষ্টা আর কি । তুমিতো জানোই আমার অধারাবাহিকতার নির্লজ্জ ইতিহাস ! কি জানি স্থিতির দেখা পাবো কিনা জীবনে । তোমার কমেন্টের পর আর কিছু বলার থাকেনা । ভালো থেকো বন্ধু । আমার জীবনের সাথে মিলেমিশে থেকো …
কবিতা খান আমারে জ্বালিয়ে
কবিতা খান আমারে জ্বালিয়ে মারলো রে ভায়া । পড়ে যে ভারী ভারী লাগছে। ….
আপনি জ্বলে পুড়ে ভস্ম হয়ে
আপনি জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেলেন কিনা জানিনা তবে আমার চাওয়া আপনি বেঁচে উঠুন !
অনেক ধন্যবাদ আপনাকে ! :ফুল:
মুগ্ধতায় ভিজে গেলাম । কি বা
মুগ্ধতায় ভিজে গেলাম । কি বা বলা যায় আর…
উষ্ণতায় শুষ্ক হয়ে ওঠো !!!
উষ্ণতায় শুষ্ক হয়ে ওঠো !!! :ভেংচি:
ধন্যবাদ বন্ধু ! :ফুল: