# আম্মুরে বললাম আম্মু নুডলৃস বানায় দাও। আম্মু কয় কাজ আছে, দেরি হবে।
বৌরে বললাম, বৌ কয় আমি পড়তেছি, তোমার কি প্রতিদিন ই নুডলৃস খাওয়া লাগে?
শেষমেশ ভাবলাম দেখিয়ে দিবো! আমি কি ভাদাইম্মা? ব্যাস, নিজেই কাজ শুরু করে দিলাম। একটু পর দেখি সবাই হাজির।
বললাম দরকার নাই, আমি একাই করবো। যখন বললাম কেও আসলো না, এখন আলাপ করতে আসছে যাতে একটু খেতে দেই। ঐ রাজনীতির মধ্যে আমি নাই।
অতঃপর জেদ করে নিজেই করলাম, কাওকে হাত দিতে দেই নাই।
খাওয়ার সময় দেখি ব্যাপক টেষ্ট, আমি ভাবিও নাই যে এত টেষ্ট হবে। শুধু একটু তেল বেশি হৈছে এই যা।
# আম্মুরে বললাম আম্মু নুডলৃস বানায় দাও। আম্মু কয় কাজ আছে, দেরি হবে।
বৌরে বললাম, বৌ কয় আমি পড়তেছি, তোমার কি প্রতিদিন ই নুডলৃস খাওয়া লাগে?
শেষমেশ ভাবলাম দেখিয়ে দিবো! আমি কি ভাদাইম্মা? ব্যাস, নিজেই কাজ শুরু করে দিলাম। একটু পর দেখি সবাই হাজির।
বললাম দরকার নাই, আমি একাই করবো। যখন বললাম কেও আসলো না, এখন আলাপ করতে আসছে যাতে একটু খেতে দেই। ঐ রাজনীতির মধ্যে আমি নাই।
অতঃপর জেদ করে নিজেই করলাম, কাওকে হাত দিতে দেই নাই।
খাওয়ার সময় দেখি ব্যাপক টেষ্ট, আমি ভাবিও নাই যে এত টেষ্ট হবে। শুধু একটু তেল বেশি হৈছে এই যা।
আমার আবার দয়ার শরির, তাই খাওয়ার সময় সবাইরে দিয়েই খাইছি! সবাই সার্টিফিকেট দিছে দারুন হৈছে। একমাত্র ছোটবোন (চিরশত্রু) সেও নাকি এত ভালো নুডৃলস কমই খাইছে
কি ভাবছেন? না কাওরে দাওয়াত করে খাওয়াতে পারবো না! খাইতে চাইলে নিজে কিনে রান্না করেন, বড়জোর আমি আপনাকে খাওয়ার সময় কিন্ঞ্চিত হেল্প করতে পারি। শত হোক মানুষ মানুষের জন্য!
[বিঃদ্রঃ জিনিসটা আমার এতই প্রিয় যে ভাতের বিকল্প হিসেবে চালাইতেও আপত্তি নাই]
:গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
ফেসবুকীয় স্টাটাস!!!
ব্লগে
ফেসবুকীয় স্টাটাস!!!
ব্লগে এমন পোস্ট চলে না ভাই।
আপনাকে ইস্টিশনে স্বাগতম। ভাল লেখার আশায় রইলাম। যদিও আমি নিজেই লিখতে পারি না
জয় আই থিংক আস্তে আস্তে বুঝবে
জয় আই থিংক আস্তে আস্তে বুঝবে সবাই
চায়না চলে যান
চায়না চলে যান
ভাই আমরা ব্লগে ভার্চুয়াল
ভাই আমরা ব্লগে ভার্চুয়াল নুডলস খাইতে আসি না।