আজ কেন জানি মনে হচ্ছে,
পঞ্চমীর চাঁদ ডুবে গিয়ে ভালই হয়েছিলো।
নয়তো, তোমার সাথে দেখা হতো।
আবার সেই পুরোনো স্মৃতি গিলে খেতো-
আমার হৃদয়ের সদ্যজাত কোষগুলো।
তুমি জিজ্ঞেস করতে, কেমন আছি,
আমি বলতাম -ভাল আছি।
আসলে আমি ভাল ছিলাম না।
জানিনা তুমি কেমন ছিলে; তবুও
একটি বারের জন্য জানতে ইচ্ছে হতোনা,
আজ কেন জানি মনে হচ্ছে,
পঞ্চমীর চাঁদ ডুবে গিয়ে ভালই হয়েছিলো।
নয়তো, তোমার সাথে দেখা হতো।
আবার সেই পুরোনো স্মৃতি গিলে খেতো-
আমার হৃদয়ের সদ্যজাত কোষগুলো।
তুমি জিজ্ঞেস করতে, কেমন আছি,
আমি বলতাম -ভাল আছি।
আসলে আমি ভাল ছিলাম না।
জানিনা তুমি কেমন ছিলে; তবুও
একটি বারের জন্য জানতে ইচ্ছে হতোনা,
এখনো কি সর্ষে ইলিশ রাঁধো?
এখনো কি বেণী করে চুল বাধো?
আমি ভাল আছি, তবুও বলছি-
দোয়েলের শিষে কাউকে আর খুজিনি,
লবঙ্গীর জঙ্গলে জোছনা ধরতে আর যাওয়া হয়নি।
পঞ্চমীর চাঁদের কাছে চিরঋণী হয়ে রইলাম-
ডুবে যাওয়ার আগে,
শেষ বারের মত তোমায় দেখতে দিয়েছিলো।
জেনেছিলাম তুমি এসেছিলে।
তুমি জেনেছিলে, আমি আসিনি ফিরে; ছিলাম-
নক্ষত্রের ওপারে, কিন্তু মেঘেদের অধর ঘেঁষে।
ভালো লাগলো।
ইস্টিশনে স্বাগতম।
ভালো লাগলো।
ইস্টিশনে স্বাগতম।
ধন্যবাদ
ধন্যবাদ :ফুল: :ফুল:
জানিনা তুমি কেমন ছিলে; তবুও
খুব যন্ত্রণার একটা স্মৃতি মনে করায়া দিলেন দ্রুপদ সাহেব :ভাঙামন: :ভাঙামন: :ভাঙামন: :মনখারাপ: … ইষ্টিশনে আপনার আগমন যে খুব অর্থবহ কিছু একটা হতে যাচ্ছে, সেটা আপনার প্রথম পোস্ট দেখেই বুঝতে পারছি :মাথানষ্ট: …
আপনার আনন্দদায়ক ব্লগিং অধ্যায়ের কামনায়… :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :বুখেআয়বাবুল:
অনেক সুখী হলাম ভাই
অনেক সুখী হলাম ভাই :ফুল: :ফুল: :ফুল:
আমি ভাল আছি, তবুও বলছি-
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: লাইন কটি চমৎকার… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: ইস্টিশনে স্বাগতম!!
ভাল ভাল কবিতার অপেক্ষায় থাকলাম… :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :গোলাপ: :গোলাপ: :ফুল: :ফুল: :ফুল: :ফুল:
ধন্যবাদ লিংকন ভাই
ধন্যবাদ লিংকন ভাই 🙂
ভাল ভাল কবিতার অপেক্ষায়
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :বুখেআয়বাবুল: 😀
অপেক্ষায় থাকলাম।
অপেক্ষায় থাকলাম।
ভালই লাগল ।সুন্দর হইছে
ভালই লাগল ।সুন্দর হইছে :হাহাপগে: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ ছন্নছাড়া রাইয়ান
ধন্যবাদ ছন্নছাড়া রাইয়ান উৎসাহের জন্য 🙂
রাআদ ভাইর প্রথম কমেন্টটির
রাআদ ভাইর প্রথম কমেন্টটির সাথে সহমত পোষন করছি ।
ধন্যবাদ শাহিন ভাই। আশা করি
ধন্যবাদ শাহিন ভাই। আশা করি ভাল কিছু দিতে পারবো 🙂
আসলেই ভালো কিছুর ইঙ্গিত
আসলেই ভালো কিছুর ইঙ্গিত দিয়েছেন। সবার কমেন্টের সাথে একমত। আলাদা করে লাইন কোট করতেছিনা। ইস্টিশন পরিবারে সুস্বাগতম।
ধন্যবাদ ইলেকট্রন সাহেব
ধন্যবাদ ইলেকট্রন সাহেব 🙂
লবঙ্গীর জঙ্গলে জোছনা ধরতে আর
ইস্টিশনে স্বাগতম। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
অনেক ধন্যবাদ কিরন শেখর
অনেক ধন্যবাদ কিরন শেখর 🙂
স্বাগতম জানাইলাম।
স্বাগতম জানাইলাম। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ
ধন্যবাদ 🙂
(No subject)
:bow: :bow: :bow:
ধন্যবাদ মাশিয়াত খান। এতটা
ধন্যবাদ মাশিয়াত খান। এতটা পাবার যোগ্য আমি নই…
আপনার মধ্যে কবিতা আছে, বেশ
আপনার মধ্যে কবিতা আছে, বেশ ভালোভাবেই আছে। পড়ে আনন্দ পেয়েছি। শুভেচ্ছা রইলো।
অনেক ভালবাসা রইলো আপনার
অনেক ভালবাসা রইলো আপনার সুন্দর উৎসাহ জাগানিয়া মন্তব্যের জন্য :ফুল: :ফুল: