কাছে যেতে ছিল সংশয়
তাই হয়নি কাছে যাওয়া
ছিল রাত্রের আলাপন
কখনো পাওয়া আবার না পাওয়া।।
ছিল হাহাকার ছিল অনিদ্রা রোগ
তার মাঝে সময় ক্ষেপন অনাহুত দহন
তোমার কাছেই তবু ক্ষয়ে যাওয়া।।
কাছে যেতে ছিল সংশয়
তাই হয়নি কাছে যাওয়া
ছিল রাত্রের আলাপন
কখনো পাওয়া আবার না পাওয়া।।
ছিল হাহাকার ছিল অনিদ্রা রোগ
তার মাঝে সময় ক্ষেপন অনাহুত দহন
তোমার কাছেই তবু ক্ষয়ে যাওয়া।।
কি যেন এক গভী্র সুরে
গান গেয়েছিল মন
মধ্য রাত্রের চিল চিৎকার
কাঁপিয়ে দিল প্রতি ক্ষন ।
আজকে এখন সুখ হতে চাই
হতে চাই আনন্দ
তুমি পাশে আছ তাই ভাল লাগে
আমাদের দাঁড় বাওয়া।।
চাঁদ ডেকে মরে কুহু গেয়ে যায়
প্রকৃ্তি সেজেছে রঙে
তুমি চঞ্চল তাই চলে যাও
চলে নিত্য আসা যাওয়া ।।
তোমাকে আমার ভাল করে চেনা
কথা
ভেবে দেখব
ভেবে দেখব
ভেবে দেখব
ভেবে দেখব
আহ! দারুণ কবিতা।
আহ! দারুণ কবিতা।
ধন্যবাদ
ধন্যবাদ
(No subject)
:গোলাপ:
(No subject)
:গোলাপ: