মনের জানালায় কিছুক্ষন
হিমেল হাওয়ায় ভিজালাম মন,
স্মৃতির ছায়ায় আঁকি
বেমালুম কিছু ছবি,
রংয়ের মহড়া দিয়েছে
একাকী ঐ নীল আকাশ,
রংধনুরাও উকি দেয়
মেঘের আড়ালে কিছুক্ষন,
রিমঝিম অবিরাম
বৃষ্টির গতিও বাম,
মনের জানালায় কিছুক্ষন
হিমেল হাওয়ায় ভিজালাম মন,
স্মৃতির ছায়ায় আঁকি
বেমালুম কিছু ছবি,
রংয়ের মহড়া দিয়েছে
একাকী ঐ নীল আকাশ,
রংধনুরাও উকি দেয়
মেঘের আড়ালে কিছুক্ষন,
রিমঝিম অবিরাম
বৃষ্টির গতিও বাম,
ভাল লাগা আজ এ ক্ষন
অনুভবে শুধু সেজন,
মন খুজে তাকে
হাড়িয়েছে যাকে,
দৃষ্টির সীমা আজ
ঐ দুর পাহাড়ের
ছুটে আসা মেঘে,
এলোমেলো উরা উরি
ভাল লাগার নেই জুড়ি,
তবুও খুজে এ হূদয়
সুখের কি যে অবক্ষয়,
নির্জিব কেন রাতের আঁধার,
ঝিঁঝিরাও কেন আজ নিশ্চুপ,
জোঁনাকিরাও কেন রয় আড়ালে,
ভুলের ভুলে অমায় ভুলে
প্রশ্নের জোয়ারে কেন ভাসালে।
কবিতা কিভাবে হুদাই হয়?
কবিতা কিভাবে হুদাই হয়?
এইডা বুজতে হলে হুদাই এর উপর
এইডা বুজতে হলে হুদাই এর উপর পি.এইস.ডি করতে হবে