এই প্রথমবারের মত প্রযুক্তির আধুনিকায়নকে ব্যাবহার করে আমেরিকান একটি কোম্পানী , নিউয়র্ক ন্যুব্রেলা ইনক ( Newyork Nubrella inc. ) নিয়ে এলো ন্যুব্রেলা ( Nubrell ) .
এটি দেখতে অনেকটা ছাতার মতন হলেও এর ব্যাবহার বিধি ছাতার থেকে আরও উন্নত এবং সহজ।
এই প্রথমবারের মত প্রযুক্তির আধুনিকায়নকে ব্যাবহার করে আমেরিকান একটি কোম্পানী , নিউয়র্ক ন্যুব্রেলা ইনক ( Newyork Nubrella inc. ) নিয়ে এলো ন্যুব্রেলা ( Nubrell ) .
এটি দেখতে অনেকটা ছাতার মতন হলেও এর ব্যাবহার বিধি ছাতার থেকে আরও উন্নত এবং সহজ।
ন্যুব্রেলার সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এর চমৎকার এরোডায়্নামিক ডিজাইন এবং সহজে বহন করার সুবিধা। প্রচলিত ধারার ছাতাগুলো সাধারনত এরোডায়নামিক ডিজাইনে তৈরি হয় না ; যে কারনে একটু ঝড়ো বাতাসে খুব সহজেই সেগুলো অকেজো হয়ে যায়। কিন্তু ন্যুব্রেলার এরোডায়্নামিক ডিজাইন সকল প্রতিকুল আবোহায়ওয়াতে টিকে থাকতে সক্ষম।এর আকৃতি হেলমেটের মত হওয়ার কারনে এটিকে বহন করতে হাতের প্রয়োজন পড়ে না । তাই খুব সহজেই যেখানে সেখানে এবং যখন তখন ব্যাবহার করা যায়।
এমনকি শহরের ব্যস্ত রাস্তায় অন্য পথচারীদের সমস্যা না করেও।শুধু তাই নয় মোটরসাইকেল চালানোর সময় কিংবা ষ্টেডিয়ামে বসে খেলা দেখার সময়ও অথবা প্রখর সূর্যালোকের হাত থেকে বাঁচার জন্য এটি যথেষ্ট উপকারী হবে। এর আরও একটা বড়দিক হলো যেকোন ধরনের এবং যেকোন বয়সের মানুষ তার রুচি ও পছন্দ অনুযায়ী এর সুবিধা ভোগ করতে পারবে।
বর্তমানে তিপান্নটি দেশে এই আধুনিক ছাতাটি ব্যাবহৃত হচ্ছে যার মূল্যমান পন্ঞ্চান্ন মার্কিন ডলার। ( 55$ )
ন্যুব্রেলার আবিষ্কারক এবং নিউয়র্ক ন্যুব্রেলা ইনকের পতিষ্ঠাতা এলেন কফম্যান এটিকে ” একবিংশ শতাব্দীর আধুনিক ছাতা ” নামে অভিহিত করেছেন।
ভাল তথ্য শেয়ার করেছেন
ভাল তথ্য শেয়ার করেছেন ।ধন্যবাদ ।
ধন্যবাদ …………
ধন্যবাদ …………
এই ছাতা বাংলাদেশে পাওয়া যায়
এই ছাতা বাংলাদেশে পাওয়া যায় না?
না ভাই , দু : খিত
না ভাই , দু : খিত 🙁
দেখে তো খুব বেশী সুবিধার
দেখে তো খুব বেশী সুবিধার জিনিষ বলে মনে হচ্ছে না!
সহমত
সহমত :হাহাপগে: :হাহাপগে:
হতে পারে …… তবে যাদের
হতে পারে …… তবে যাদের উদ্দেশ্যে তৈরি তারা ব্যাবহার করতে পারলেই হলো । এটা আমার – আপনার জন্য না ………
😛
এই ছাতা তো বৃষ্টি থেকে শুধু
এই ছাতা তো বৃষ্টি থেকে শুধু মাথার প্রটেকশন দিবে। সাথে রেইন কোট না পড়লে খবর হয়ে যাবে। এরচে আমাগো শরীফ ছাতাই ভালো।
তবে নতুন জিনিস জানলাম সেটাই বা কম কি? :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
এরচে আমাগো শরীফ ছাতাই ভালো।
এরচে আমাগো শরীফ ছাতাই ভালো।
ব্রেইন দরকার না শরীর দরকার
ব্রেইন দরকার না শরীর দরকার ……………
😛
নতুন কিছু জানতে পারলাম।
নতুন কিছু জানতে পারলাম। ধইন্যবাদ।
আন্নেরেও ধইন্যবাদ ……………
আন্নেরেও ধইন্যবাদ ……………
সব তো বুঝলাম! কিন্তু আমাদের
সব তো বুঝলাম! কিন্তু আমাদের দেশে ছাতার যে মাল্টি ইউজ আছে সেটা তো আর এটা দিয়ে করা যাচ্ছে না!
যেমন ধরেন এই বৃষ্টি ভেজা বিকেলে রমনা পার্কে ছাতার আড়ালে কপোত-কপোতির…
সেটা কি আর এই ছাতা দিয়ে সম্ভব? ৫৫ ডলার মানে প্রায় ৪০০০+ টাকা দিয়ে এই ছাতা নিতান্ত পাগল না হলে কোন বাঙ্গালী কিনবে বলে মনে হয় না…! ঐ তিপ্পান্ন দেশের লোকজন পাগল হইতে পারে… আমরা পাগল না! 😛
(তথ্যবহুল পোস্টের জন্য কেজি খানেক :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: )
আন্নে হেতেগোত্তে বেশি বুঝেন
আন্নে হেতেগোত্তে বেশি বুঝেন নি ?????
😛 😛
😛
হেতেরা এমনই এক জাতি যারা পানির জায়গায় কাগজ লাগায় ……… হেতেগো কি আর রমনার কপোত-কপোতী হওনের দরকার আসে নি ????
জাস্ট মজা করেছি ভাই। আপনার
:হাসি: :হাসি: :হাসি:
জাস্ট মজা করেছি ভাই। আপনার পোস্ট যথেষ্ট তথ্যমূলক। সেজন্য ধন্যবাদ…
কাম অন ডুড !!!!! আই এ্যাম
কাম অন ডুড !!!!! আই এ্যাম জোকিং টু !!!!!
🙂 🙂
বাইক চালানোর সময় হেলামেট পড়ে
বাইক চালানোর সময় হেলামেট পড়ে থাকতেই ভাল লাগে না। এইটা দেইখাই তো আমার দম আটকায়া আসতেছে। ছাতা দিয়ে যদি একটু বৃষ্টির ছিট পানি গায়ে না আসে তাইলে কিছু হইল। :ভাঙামন:
সময়ের সাথে সাথে সব কিছুই তো
সময়ের সাথে সাথে সব কিছুই তো পাল্টায় … হতে পারে এটা হেলমেট আর ছাতার আধুনিক সংস্করন ……