ব্লগিং নামটা শুনতাম কিন্তু বুজতাম না ব্লগিং বিষয়টা কি? শাহবাগ গনজাগরন মঞ্চের উচ্ছাস এবং আমার মতো তরুন ও যুবকদের প্রানোচ্ছলতা দেখে চিন্তা ভাবনা করে বুঝলাম ব্লগিং মানে কি। এবং “ইস্টিশনে” রেজিঃ করার আগে যাচাই করে নিয়েছিলাম কোন কোন ব্লগ রয়েছে এবং তাদের কোনটার অবস্থান কি রকমের। সিদ্ধান্ত নিলাম “ইস্টিশন”। তারপর বেশ কিছুদিন পার করবার পর সময় পেয়ে আবেদন করলাম। ভাবিনি এতটা দ্রুত আমার আবেদনে সাড়া দিয়ে “ইস্টিশন” কর্তৃপক্ষ আমাকে তাদের ব্লগের সদস্য করে নেবেন। ধন্যবাদ “ইস্টিশন”। আশা করছি যতদিন এই “ইস্টিশন” থাকবে ততদিন আমিও আপনাদের সাথে থাকতে পারবো।
ব্লগিং নামটা শুনতাম কিন্তু বুজতাম না ব্লগিং বিষয়টা কি? শাহবাগ গনজাগরন মঞ্চের উচ্ছাস এবং আমার মতো তরুন ও যুবকদের প্রানোচ্ছলতা দেখে চিন্তা ভাবনা করে বুঝলাম ব্লগিং মানে কি। এবং “ইস্টিশনে” রেজিঃ করার আগে যাচাই করে নিয়েছিলাম কোন কোন ব্লগ রয়েছে এবং তাদের কোনটার অবস্থান কি রকমের। সিদ্ধান্ত নিলাম “ইস্টিশন”। তারপর বেশ কিছুদিন পার করবার পর সময় পেয়ে আবেদন করলাম। ভাবিনি এতটা দ্রুত আমার আবেদনে সাড়া দিয়ে “ইস্টিশন” কর্তৃপক্ষ আমাকে তাদের ব্লগের সদস্য করে নেবেন। ধন্যবাদ “ইস্টিশন”। আশা করছি যতদিন এই “ইস্টিশন” থাকবে ততদিন আমিও আপনাদের সাথে থাকতে পারবো।
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ইস্টিশনে আপনাকে স্বাগতম
ইস্টিশনে আপনাকে স্বাগতম !!!
অনেক ভালো ভালো লেখা এই ব্লগে আছে,সেগুলো সমৃদ্ধ হন এবং ভালো ভালো লেখা পোস্ট করে আমাদের সমৃদ্ধ করুন । আপনার যাত্রা শুভ হোক … :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
ধন্যবাদ, রাহাত মুস্তাফিজ ভাই।
ধন্যবাদ, রাহাত মুস্তাফিজ ভাই।
নতুন যাত্রীকে স্বাগতম । আপনার
নতুন যাত্রীকে স্বাগতম । আপনার যাত্রা শুভ হোক
ইষ্টিশনে আপনাকে স্বাগতম । আশা
ইষ্টিশনে আপনাকে স্বাগতম । আশা করি আপনার সাথে ভালো সময় কাটবে ।
আপনাকে স্বাগতম ।
আপনাকে স্বাগতম ।
স্বাগতম
স্বাগতম
যাত্রা শুভ হোক ।
যাত্রা শুভ হোক ।
যাত্রা শুভ হোক… শুভ কামনা
যাত্রা শুভ হোক… শুভ কামনা রইল… :গোলাপ: :গোলাপ: :ফুল: :ফুল: :ফুল:
স্বাগতম মিঃ সাব্বির।
স্বাগতম মিঃ সাব্বির। :ফুল: :ফুল: :ফুল: :ফুল:
ইষ্টিশন পরিবারে আপনাকে
ইষ্টিশন পরিবারে আপনাকে স্বাগতম :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: … চমৎকার এক ব্লগিং লাইফের প্রত্যাশায়… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: আপনার ভ্রমন শুভ হোক… :ধইন্যাপাতা: :ফুল: :ফুল:
শুভ কামনা থাকল। আশা করি,
শুভ কামনা থাকল। আশা করি, ইস্টিশনে আপনার যাত্রা সুখকর হবে। :ফুল: :ফুল: :ফুল:
ব্লগ জগতে স্বাগতম।
ব্লগ জগতে স্বাগতম। :ফুল: :ফুল: :ফুল:
স্বাগতম।আপনার যাত্রা শুভ হোক।
স্বাগতম।আপনার যাত্রা শুভ হোক।
(No subject)
:ফুল:
ওয়েলকাম
ওয়েলকাম :-B :ফুল: :ফুল:
ইষ্টিশন পরিবারে স্বাগতম।
ইষ্টিশন পরিবারে স্বাগতম। :ফুল: :ফুল: :ফুল:
স্বাগতম আপনাকে
স্বাগতম আপনাকে