আঁধারের অন্ধ ঢালছে
খুঁজতে গিয়ে চোখের পলক
ভাজ খুলেছে তখনি
মৃত স্বপ্নের ভর নিয়ে
হেঁটে হেঁটে সরুপথ,
কণার দল এগিয়ে
পৌছেছে একটি বিন্দুতে ।
আঁধারের অন্ধ ঢালছে
খুঁজতে গিয়ে চোখের পলক
ভাজ খুলেছে তখনি
মৃত স্বপ্নের ভর নিয়ে
হেঁটে হেঁটে সরুপথ,
কণার দল এগিয়ে
পৌছেছে একটি বিন্দুতে ।
ঘোর সরলরেখা টেনেছে,আমাদের
যত রকম তত্ত্ব সূত্র কৌশল
মিলেছে গোপন গলিতে
সেখানে অপেক্ষায় আছে বিন্দুটি
নক্ষত্রের মাটিকে আঁকড়ে ধরে
এখনও অস্থির ব্যাসার্ধের শেষ পা
ব্যূহ ভেদ করবার জোর প্রস্তুতি
যখন সব আলো নিভে যায়
বিন্দুটি দপ্ করে জ্বলে উঠে ।
রাত-৩.৩৭ মিনিট
২৪-০৯-১৩
হেমসেন লেইন
ভালো হয়েছে। বানান ঠিক করে
ভালো হয়েছে। বানান ঠিক করে নেবেন :ফুল: :ফুল:
সুন্দর
সুন্দর
ধন্যবাদ
ধন্যবাদ
যখন সব আলো নিভে যায়
বিন্দুটি
– ভালো হয়েছে
ধন্যবাদ
ধন্যবাদ