ঢাকায় যারা বসবাস করেন তারা মায়ের কাছে যেমন ঋনী তেমনি বুড়িগঙার কাছেও ঋনী।পানি,গ্যাস,বিদ্যুৎ ছাড়া ঢাকা কত টা সচল?আমার কাছে মনে হয় সম্পুর্ন-ই অচল।
আপনি জানেন কি?
এই বুড়িগঙার পানি খেয়ে আমরা বেচে আছি।
আর বাচতে হলে এই বুড়িগঙার পানি খেয়ে-ই বাচতে হবে।(কারন ঢাকার একমাত্র পানির উৎস-ই হল বুড়িগঙা)
যে বুড়িগঙা আমাদের বাচিয়ে রেখেচে,আজ মরে যাচ্ছে সেই বুড়িগঙা।আমরা কত টা অকৃতজ্ঞ। তাকে বাচিয়ে রাখার জন্য কুছু-ই করছি না।
আজ যদি আমাদের মা আমাদের সামনে এভাবে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যায় আমরা কি বসে থাকব??
ঢাকায় যারা বসবাস করেন তারা মায়ের কাছে যেমন ঋনী তেমনি বুড়িগঙার কাছেও ঋনী।পানি,গ্যাস,বিদ্যুৎ ছাড়া ঢাকা কত টা সচল?আমার কাছে মনে হয় সম্পুর্ন-ই অচল।
আপনি জানেন কি?
এই বুড়িগঙার পানি খেয়ে আমরা বেচে আছি।
আর বাচতে হলে এই বুড়িগঙার পানি খেয়ে-ই বাচতে হবে।(কারন ঢাকার একমাত্র পানির উৎস-ই হল বুড়িগঙা)
যে বুড়িগঙা আমাদের বাচিয়ে রেখেচে,আজ মরে যাচ্ছে সেই বুড়িগঙা।আমরা কত টা অকৃতজ্ঞ। তাকে বাচিয়ে রাখার জন্য কুছু-ই করছি না।
আজ যদি আমাদের মা আমাদের সামনে এভাবে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যায় আমরা কি বসে থাকব??
সরকারের কাছে বিনিত আনুরোধ যে ২১ টা পথ দিয়ে বুড়িগঙা প্রতিনিয়ত দুষিত হচ্ছে সে গুলা যেন বন্ধ করা হয়।
বেছে থাকুক বুড়িগঙা,বেচে থাকুক ঢাকা। :মানেকি:
ব্লগপোস্ট আরেকটু বিস্তারিত আর
ব্লগপোস্ট আরেকটু বিস্তারিত আর তথ্যবহুল হলে ভাল হয়। আর ইতিহাস বিভাগে পোস্টটা কীভাবে পড়ে জানা নেই।
ঠিক আছে…
চেস্টা করব।
ঠিক আছে…
চেস্টা করব।
“সরকারের কাছে বিনিত আনুরোধ যে
“সরকারের কাছে বিনিত আনুরোধ যে ২১ টা পথ দিয়ে বুড়িগঙা প্রতিনিয়ত দুষিত হচ্ছে সে গুলা যেন বন্ধ করা হয়।”
দাদা- শুধু পানি খেলেই চলবে? বর্জ্র নিষ্কাশন করা লাগবে না? ২১ পথ কি শখ করে করা হয়েছে নাকি? বর্জ্র নিষ্কাশনের বিকল্প ব্যাবস্থাটা তো আগে বলুন!
বাচ্চাদের মত খালি একটা দাবি উঠালেই তো হবে না- যৌক্তিকতা এবং বাস্তবতাও তো দেখতে হবে নাকি?
আজকে সব্বাই হেব্বি মুডে আছে।
আজকে সব্বাই হেব্বি মুডে আছে। অনেকদিন পর ব্লগিং করে আনন্দ পাচ্ছি। 😀
আমিও!
আমিও! 😀
ভালদিনেই আবার ব্লগে এতক্ষণ
ভালদিনেই আবার ব্লগে এতক্ষণ সময় দিলাম। 😀