কি হলো এ জীবনে
পাইনা বাঁচার মানে,
হঠাৎ বদলানো তুমি
ভাবো অবাক স্মৃতি
আড়ালে অতৃপ্ত আমি,
মায়াবী চোখের নেশায়
মাতাল অবুজ সময়
আজ হাড়ালো কোথায়,
কি হলো এ জীবনে
পাইনা বাঁচার মানে,
হঠাৎ বদলানো তুমি
ভাবো অবাক স্মৃতি
অড়ালে ক্ষুদার্ত আমি,
মায়াবী চোখের নেশায়
মাতাল অবুজ সময়
আজ হাড়ালো কোথায়,
মিছে ইচ্ছেই ছিল আশা
অকারনেই হাড়ালে তুমি
মলীন করে ভালবাসা,
ভাবিনি হাসির মায়ায়
ছন্দের শীতল ছায়ায়
কিভাবে প্রেম হারায়।
তুলনা কোথায় পাই
ঐ টুকরো হাসি আর
বাকি শীতলতা নাই,
স্পর্শ ঘ্রাণে কাটত ক্ষন
স্তব্ধ বাক্যে হাহাকার তোর
দৃষ্টিসীমায় বন্দি এ মন।
অবেলায় শোনায় বিদায়
কাল পেলাম আজই
পাওনা হইনি আদায়।
নিষ্পাপ মুখ খানি
অবাক করে হঠাৎ
উকি মারে মনের
এক মলীন আয়নায়।
ভাই কিছু মনে করবেন না।আপনার
ভাই কিছু মনে করবেন না।আপনার কবিতার নামটারই বানান ভুল।তাই পড়ার আগ্রহই হারিয়ে ফেলেছি।একটু সচেতনতার সাথে লিখুন।ইস্টিশনে যাত্রার শুরুটা আপনার সুখকর হলো না।আবারো শুভেচ্ছা।এবং স্বাগতম।
নামটাতে ভুল ধরতে পারছিনা ভাই
নামটাতে ভুল ধরতে পারছিনা ভাই
(No subject)
:টাইমশ্যাষ:
‘মলিন’ হবে।
‘মলিন’ হবে।
ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য
ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য