হঠাত্ কোনোরকম কারণ ছাড়াই
এক মঞ্চের আবির্ভাব ঘটলো,
একে আমরা শুধু একটি ঘটনা বলবো
স্রেফ ঘটনা আর কিছু না,
ক্রমে ক্রমে বিভিন্ন আলোকচ্ছ্বটায়
নিজেকে সে পুষ্ট করে নিল।
এই মঞ্চে ছোট্ট আমিবা থেকে দানব ডাইনোসর
প্রত্যেকে নিপুণ অভিনেতা,
হঠাত্ কোনোরকম কারণ ছাড়াই
এক মঞ্চের আবির্ভাব ঘটলো,
একে আমরা শুধু একটি ঘটনা বলবো
স্রেফ ঘটনা আর কিছু না,
ক্রমে ক্রমে বিভিন্ন আলোকচ্ছ্বটায়
নিজেকে সে পুষ্ট করে নিল।
এই মঞ্চে ছোট্ট আমিবা থেকে দানব ডাইনোসর
প্রত্যেকে নিপুণ অভিনেতা,
ক্রমে ক্রমে পর্দা ফেঁড়ে ভীষণ দাপটে
মঞ্চস্থ হল কালজয়ী অভিনেতা,
অনেকে একে জীবনচক্র বলে
আসলে নাটকভিন্ন আর কিছুনা।
এখানে প্রত্যেকেই অভিনেতা,দর্শক,
নিজ নিজ চরিত্র লেখক
এবং কি এক-একজন ঈশ্বর।
এই বোকাবাক্সের মাঝে
কেউ বিকেলের রোদে মুখ পোড়ায়,
পাখির পালকের মত উড়ে যায়
ঘুরে ঘুরে পড়ে রয় নীলিমায়,
দর্শক দেখেনা চোখ খোলা রেটিনায়।
আবার কেউ সূর্যের দিকে ছুটে যায়
হিমালয় পর্বত হয়ে রয়ে যায়
নিজ নিজ উপমায়
দর্শক শিষ দেয়,তালি দেয়
চোখ খোলা রেটিনায়।
নাটক শুরু হয়,
বিরতি হয়,
শেষ হয়-
অভিনেতা আসে যায়
দৃশ্যপট পাল্টায়;
একের পর এক অঙ্কের সমাপ্তি হয়
পার্টসব চুকে ভুকে যায়
তবু মঞ্চটা রয়ে যায়।
কালের আবর্তে একটি চাঁদের ঠোঁটে নাটক,
একটি ছুরির মুখে নাটক,
কাকতারুয়ার চোখে জীবন,
দিনশেষে মঞ্চ-চরিত্র সব বোকাবাক্সে আটক।
¤ব্যর্থ কবি¤
[বিঃদ্রঃ Amiba এর বাংলা বানানটা ঠিক করে দিতে পারিনি।হঠাত্ বানানটারও একই অবস্থা।দয়া করে আপনারা বুঝে নিবেন]
দারুন লাগলো।
দারুন লাগলো। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
নাটক শুরু হয়,
বিরতি হয়,
শেষ
নাটক শুরু হয়,
বিরতি হয়,
শেষ হয়-
অভিনেতা আসে যায়
দৃশ্যপট পাল্টায়;
একের পর এক অঙ্কের সমাপ্তি হয়
পার্টসব চুকে ভুকে যায়
তবু মঞ্চটা রয়ে যায়।
🙁 মঞ্চ রয়ে যায় নতুন অভিনেতার জন্য,দর্শক সেই এক ঈশ্বর ।
অ্যামিবা (aZmiba) মায়াবিতে ।
আতিক ভাই,
দারুণ লাগলো জেনে
আতিক ভাই,
দারুণ লাগলো জেনে আমারও খুব ভালো লাগছে।
জয় দাদা,
আমি জাভা ফোন থেকে ব্যবহার করি।পিসি নাই।
জাভা দিয়ে এত বংলা কি করে
জাভা দিয়ে এত বংলা কি করে লিখেন??
জয়,
তোর বোঝায় একটু ভুল আছে।
জয়,
তোর বোঝায় একটু ভুল আছে। আসলে কবিতাটায় একটু জটিল কিছু তুলে ধরেছি।এখানে পুরো সৃষ্টিটাকে তুলে ধরার চেষ্টা করেছি।বিগ ব্যাং থেকে হঠাত্ গ্যালাঙ্কির সৃষ্টি,এরপর পৃথিবী।এই সৃষ্টির পিছনে কারো হাত ছিল না।এটা স্রেফ একটা ঘটনা।এরপর বিবর্তনবাদে আমরা এসেছি।এখানে আমরা অভিনেতা,আমরাই দর্শক,আমরাই সব।এর পিছনে আর কেউ নেই। আমরা প্রত্যেকে আসছি আবার শেষ হয়ে যাচ্ছি।শুধু বিশ্বব্রক্ষান্ড রয়ে যাচ্ছে।এটুকু তুলে ধরেছি।অবশ্য একদিন এই বোকাবাক্সটাও শেষ হয়ে যাবে।কিন্তু সেই ব্যাপারটা আনতে চাইনি এই কবিতায়।কারণ বোকাবাক্সটাকে শেষ করতে আমার ভালো লাগবেনা।আর তাছাড়া এই শেষ আমি কোনোদিন দেখতেও পারবো না।তাই আমার শেষ হওয়া পর্যন্তই লিখেছি।
বেশি প্যাচাল পাইরা ফালাইছি!!!আর না।
ভাই আমারটা NOKIA ASHA 202
ভাই আমারটা NOKIA ASHA 202 বাংলা ফ্রন্ট সাপোর্টেড
oZamiba লিখলেই অ্যামিবা হয়ে
oZamiba লিখলেই অ্যামিবা হয়ে যাবে।
সে যাই হোক, জাভা মোবাইল থেকেই কবিতা লিখতেছেন! এক কথায় আমার কাছে চরম লাগছে কবিতাটা। বিশেষ করে রূপকের নিপুন ব্যবহার অসাধারণ লাগছে। আর কবিতার থিম নিয়ে তো কথা হবেনা! সত্যের রাজ্যে রূপকথার গর্জন যে যুগ যুগ ধরে চলছে সেই ইতিহাস চমৎকার রূপকের আড়ালে শাসিত হয়েছে। ভাল্লাগছে! ভাল্লাগছে! ভাল্লাগছে!! :থাম্বসআপ:
ইলেকট্রন ভাই আপনের মন্তব্য
ইলেকট্রন ভাই আপনের মন্তব্য পইড়া তো আমারো ব্যাফুক ভালা লাগতাছে!!ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।
কালের আবর্তে একটি চাঁদের
দিনে দিনে আপনার কবিতা হচ্ছে আরও শানিত ও পরিশীলিত, আপনি আপনার কাব্য প্রতিভার স্ফুরনে হয়ে উঠছেন আরও চমৎকার :মাথানষ্ট: :মাথানষ্ট: … চালিয়ে যান জনাব :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: … জাতি আপনার কাছ থেকে আরও কাব্য চায়… 😀 😀
ডন সাহেব,
সুন্দর মন্তব্যের
ডন সাহেব,
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
কিন্তু সবাই এত ভালো ভালো মন্তব্য করলে যে নিজেরে কবি ভাইবতে মুঞ্চায়!!!
ভাল লাগলো ।
ভাল লাগলো ।
ধন্যবাদ শাহিন ভাই।
ধন্যবাদ শাহিন ভাই।