কমলাকান্ত : বলোতো রাতুল প্রধানমন্ত্রি যে ভারতীয় দাদা দের আবদারে রামপালে বন উজার করে বৈদ্যুতিক কেন্দ্র নির্মান করতে যাচ্ছে একে কি বলা যায়?
রাতুল : মার চেয়ে দাদার দরদ বেশি ।
কমলাকান্ত : কিন্তু বিবিসির পারিবারিক শিশু ধর্ষনের উপর একটা রিপোর্টে দেখলাম যে ভারতে মেয়েরা তাদের দাদা দের দ্বারাই বেশি ধর্ষিত হয়।
রাতুল : তা তো আগেই হইছে, তা না হলে কি স্বতিত্বের দায় মোচনে এই রকম আত্বঘাতি চুক্তি করে !
এইটা কি ধরনের ব্লগ পোস্ট হইল?
এইটা কি ধরনের ব্লগ পোস্ট হইল? :মাথাঠুকি:
বড় পোস্ট করবো কাল।আশা করি
বড় পোস্ট করবো কাল।আশা করি পড়বেন!
ভালো তো , ভালো না । আমরা
ভালো তো , ভালো না । আমরা শহরের প্রেতাত্মারা সস্তিতে থাকবো । এসির বাতাস খাবো। অন্য দেশের আর কি দোষ …… ভারতীয়রা দেশপ্রেমিক । তাই নিজ দেশের স্বার্থের জন্য সব করতে পারে ।
এটাইতো ভাই দুঃখ!
এটাইতো ভাই দুঃখ!
হিহিহি
হিহিহি
ভাইরে! একটু থামেন! এই জ্বলন্ত
ভাইরে! একটু থামেন! এই জ্বলন্ত ইস্যু নিয়ে দুই একটা কথা বললে ব্যাপারটা আরো বেশি বিতর্কিত হয়ে যায়। যদি পারেন, ব্লগে একটু ডিটেইলস লিখেন। আর সেইটা যদি সম্ভব না হয় তবে আমার মত কবিতা লিখেন। খেয়াল করেন। একটা অপ্রাসঙ্গিক কবিতা নাজিল করি।
আমার একটা কল আছে।
কি কল?
দমকল।
কি দম?
আলুর দম।
কি আলু?
ফটকা আলু।
কি ফটকা?
মানুষ ফটকা।
কি মানুষ?
বন মানুষ।
কি বন?
কচু বন।
কি কচু?
মান কচু।
কি মান?
বর্তমান।
কি বর্ত?
চুপ করতো!!
মাইন্দ খাইয়েন না আবার!!
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
হ্যে ভাই বড় পোস্ট করবো
হ্যে ভাই বড় পোস্ট করবো কালকে।আশা করি পড়বেন!
হাসতে হাসতে পইড়া গেলাম রে
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :ভেংচি: :হাসি: :হাসি: :কল্কি: :কল্কি: 😀 😀
হাসতে হাসতে পইড়া গেলাম রে ভাই… 😀 😀 😀
কি কাব্য প্রতিভারে রে ভাই।
কি কাব্য প্রতিভারে রে ভাই। কোপাইয়া যান। :ভেংচি:
আর কত?? এইটা যে ব্লগ, ফেবু
আর কত?? এইটা যে ব্লগ, ফেবু না… কইতে কইতে ক্লান্ত হয়া গেলাম রে ভাইডি… :ক্লান্তকাছিম: :ক্লান্তকাছিম: :মাথাঠুকি: :মাথাঠুকি: :দীর্ঘশ্বাস: :দীর্ঘশ্বাস: :কথাইবলমুনা: :কথাইবলমুনা:
মনে থাকে কাল যেন বড় পোস্ট
মনে থাকে কাল যেন বড় পোস্ট পাই। :ক্ষেপছি:
অবশ্যই ভাই।আশা রাখি দিতে
অবশ্যই ভাই।আশা রাখি দিতে পারবো।