আমরা অনেকে এয়ারটেল সিম ইউস করি । যার ইনকাম এর বড় একটা অংশ ভারত সরকার পেয়ে থাকে । অন্তত আর কিছু না হলে ও আমরা ত পারি অন্য সিমের গ্রাহক হতে । আসেন আমরা এয়ারটেল বর্জন করি । আন্তত একটু হলেও বাহ্যিক ভাবে প্রতিবাদ জানাই । একটু হলেও দেখাই যে আমরা ফেলানি হত্যার বিচারের রায়ের উপর নিন্দা জানাচ্ছি ।
হুম।
হুম।
কিন্তু একদম ফেসবুকিয়
কিন্তু একদম ফেসবুকিয় স্ট্যাটাস হয়ে গেল যে।
(No subject)
:কনফিউজড:
এয়ার টেল যেমন ইন্ডিয়াতে
এয়ার টেল যেমন ইন্ডিয়াতে ব্যবসা করছে তেমনই বাংলাদেশেও। আসলে আগে ইন্ডিয়াতে এসেছে একই নামে বাংলাদেশের তাই এত প্রবলেম।
আসুন যেই কোরবানীর গরুর জন্য শত শত ফেলানী মৃত্যু মুখে পতিত হচ্ছে সেই গরু বর্জন করি। এমন টা হলে বেশি ভাল হত তাই না???
এয়ার টেল দক্ষিন আফ্রিকার কোন একটি দেশের কোম্পানির, ইন্ডিয়ার নয়।
ভাই ফেলানী হত্যার সাথে
ভাই ফেলানী হত্যার সাথে কোরবানী গরু কেনা বেচার কোন সম্পর্ক ছিল ? নাকি আপনি ঘটনা টা জানেন ই না !
আপনি ছবি টা দিলেন আমরা কথা
আপনি ছবি টা দিলেন আমরা কথা বলার ফলে যে মুনাফা হয় তা ভারত সরকার দ্বারা বিএসএফ এর কাছে যায়,
তাহলে গরু আনলে সেই টাকা ও তো যায় বিএসএফ এর সাথে!!!
আর ভাই এমন শতশত ফেলানির মৃত্যু হচ্ছে এই গরু আনতে গিয়ে।
আর ভারত কে বর্জন কোরবানীর গরু দিয়েই হোক!
না ভাই ছবি টা আপনার কথার জন্য
না ভাই ছবি টা আপনার কথার জন্য দেই নাই । আসলে এই ছবি টার জন্যই এই ব্লগ পোষ্ট টা করা । আমি আগে ছবি টার লিংক দিয়েছিলাম কিন্তু আমি জানতাম না যে ইউরাল লিংক দিতে হয় । তাই ছবি টা শো করে নাই ।
আর ভাই গরু আনলে যে মুনাফা হয়
আর ভাই গরু আনলে যে মুনাফা হয় তা ভারত সরকার দ্বারা বিএসএফ এর কাছে যায় সে কথা আমি ও স্বীকার করছি । এতে কোন ভুল নেই । কিন্তু আপনি বলছেন ফেলানির মৃত্যু হয়েছে গরু আনতে গিয়ে । কথাটা আবার বলি ফেলানি হত্যার সাথে গরু ব্যবসার কোন সম্পর্ক ছিল না ।
শুধু বর্জন করলেই সব সমস্যার
শুধু বর্জন করলেই সব সমস্যার সমাধান হবে ?
অবশ্যই না । এটা একটু অবজ্ঞা
অবশ্যই না । এটা একটু অবজ্ঞা প্রকাশ মাত্র
তাই তো বুঝতেছি না।শুধু বর্জন
তাই তো বুঝতেছি না।শুধু বর্জন করলেই হবে?আর এত ছোট পোস্ট কেন?
আমাদের কে সম্মিলিত ভাবে আর
আমাদের কে সম্মিলিত ভাবে আর কিছু পদক্ষেপ নিতে হবে
আমার কথা যেই গরুর জন্য এত
আমার কথা যেই গরুর জন্য এত কেচাল সেই গরু আনা বন্ধ। গরুর মাংস ক্রয় বন্ধ ,কোরবানীতে সেই ইন্ডিয়ান গরু জবাই দেয়াটা বন্ধ করার কথা কেউ যে কেন বলে না!!!
অবশ্যই , আমাদের ও উচিত নিজদের
অবশ্যই , আমাদের ও উচিত নিজদের স্বয়ং সম্পূর্ণ জাতি হিসাবে গড়ে তোলা । হাতে হাতে সবাইকে কাজ করতে হবে ।
এ ধরনের আহবান আমি আগে ফেসবুকে
এ ধরনের আহবান আমি আগে ফেসবুকে অনেক করেছি। তেমন একটা কাজ হয়েছে বলে মনে হয় না। তবে ক্রমাগত বলে যেতে হবে। বলতে বলতে একদিন আমাদের চেতনাবোধ জাগ্রত হবে। তবে শুধুমাত্র এয়ারটেলকে কেন টার্গেট করেছেন?
ব্লগের লেখা ফেসবুক স্ট্যাটাসের মত হলে দেখতে ভাল লাগে না ভাই। আশাকরি আরো বিস্তারিত লিখবেন ভবিষ্যতে।
ভাই একদিনে কোন কাজ সম্পন্ন হয়
ভাই একদিনে কোন কাজ সম্পন্ন হয় না । আমাদের আরো কাজ করতে হবে । আর শুধু এয়ারটেল ই না ভারতীয় সবকিছুকে ই বয়কট করতে হবে । আর এখানে তো শুধু প্রাথমিক এবং সোজা পদক্ষেপের কথা বলেছি । ধন্যবাদ