[উত্সর্গঃ অমিত লাবণ্য]
আজ তুমি বহুদূরে
পাইনা দেখা চোখের কোণে
স্মৃতির ভেলায় প্রাণ ভাসে
শিহরণ জাগে নিউরনে।
যেদিন তোমায় দেখেছিলাম
ভোরেরবেলা ঘুমে ছিলাম,
হঠাত্ ডাহুকের ডাক শুনলাম
ভোরের মাঝে হারিয়ে গেলাম,
ভোরই যে প্রেম বুঝিনি তখনো
ডাহুকের ডাক শুনিনি কখনো।
এখন বুঝেছি ভোরের মহিমা
ডাহুক আজ আমার প্রতিমা।
শর্ত ছিল না তোমার সাথে
মেলবো ডানা আকাশপানে,
ভিজবো দুজনায় বৃষ্টিতে
অথবা কোনো পূর্ণিমাতে
সিক্ত হব জ্যোছনাতে।
তবু এ মন বড্ড বেহায়া
পথ চলে না যুক্তিতে,
এই অবুঝ কিছুই বোঝেনা
শুধু ছুটে যায় তোমার পানে,
ফন্দি আঁটে হাজার কামনা
ভাসাতে চায় স্বপ্নীল ভেলা সমুদ্র-নীলে।
¤ব্যর্থ কবি¤
অমিতের কবিতা গুলো খুব মিস
অমিতের কবিতা গুলো খুব মিস করতেছি। আপনার কবিতা গুলো অসাধারণ লাগে। এইটাও দারুণ হইছে। বিশেষ করে অমিতকে উৎসর্গ করাটা ইউনিক!! :থাম্বসআপ:
১০০% সহমত…
আর অমিতকে
১০০% সহমত… :থাম্বসআপ: :থাম্বসআপ: :bow: :bow:
আর অমিতকে উৎসর্গ করাটা আসলেই ইউনিক!
অমিতকে উৎসর্গের ব্যাপারটা
অমিতকে উৎসর্গের ব্যাপারটা সত্যিই ইউনিক… :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :তালিয়া: :বুখেআয়বাবুল:
ধন্যবাদ ইলেকট্রন ভাই এবং ডন
ধন্যবাদ ইলেকট্রন ভাই এবং ডন ভাই।অমিত দা কে খুব মিস করি এই প্লাটফর্মে।তার কবিতার আমি ফ্যান।তাকে ছাড়া খুব শূণ্য শূণ্য লাগে
আমি কবিতা বুঝিনা। এই জন্য
আমি কবিতা বুঝিনা। এই জন্য সাধারণত কমেন্ট করি না। শুধু এটুকু বলতে পারি ভাল লেগেছে অথবা লাগে নাই। তবে পরিচিত দের কবিতা পড়ি। আপনি একজন ফুল টাইম কবি। আমি ফুল টাইম কবিদের সন্মান করি। :bow: :bow: :bow: :bow:
আচ্ছা আমিত লাবণ্য কে উৎসর্গ করা টা আমারও ভাল লেগেছে। :ফুল:
আমাদের স্বীকার করতেই হবে অমিত
আমাদের স্বীকার করতেই হবে অমিত লাবণ্য আমাদের অন্যমত এক সহযোদ্ধা,সহব্লগার যাই বলে সেই হিসেবে আপন একজন।
ইস্টিশন একজন নিয়মিত ব্লগার হারিয়ে ফেলল!!!
যাই হোকা ভাই “””” আজ তুমি বহুদূরে
পাইনা দেখা চোখের কোণে
স্মৃতির ভেলায় প্রাণ ভাসে
শিহরণ জাগে নিউরনে।”””
স্মৃতিই তো সব, সময়ের গতিবেগে ভেলায় করে ভেসে যায় সব রয়ে যায় শুধু স্মৃতি গুলো
আমি সাধারণত কবিতা বা সাহিত্য
আমি সাধারণত কবিতা বা সাহিত্য বিষয়ক পোস্টে তেমন একটা কমেন্ট দেই না। আসলে কি কমেন্ট দেবো সেটাই বুঝতে পারি না। কিন্তু আপনার এই কবিতাটা আমার খুব পছন্দ হয়েছে। দারুণ ছন্দ। ধন্যবাদ।
(No subject)
:থাম্বসআপ: :বুখেআয়বাবুল:
সুন্দর সুন্দর মন্তব্যের জন্য
সুন্দর সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ কিরন ভাই,জয় এবং উত্তর বাংলা ভাই।
ধন্যবাদ তারিক ভাই।
ধন্যবাদ তারিক ভাই।
আজ তুমি বহুদূরে
পাইনা দেখা
— :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :bow: :bow: :bow: :ফুল: :ফুল: :ফুল:
দারুন লিখেছেন ।এককথায় অসাধারণ
দারুন লিখেছেন ।এককথায় অসাধারণ ।চালিয়ে যান, অমিতের শুন্যস্থানটুকু আপনিই পুরন করে দিন ।
ধন্যবাদ শাহিন ভাই।কিন্তু কেউ
ধন্যবাদ শাহিন ভাই।কিন্তু কেউ তো কারো শূণ্যতা পূরণ করতে পারেনা।অমিত দা কে খুব মিস করি।