সেই ফেলে আসা কোন ছবি যদি চোখ ঝাপসা করে দেয় তোমার দৃষ্টি,
তবে ভেবে নিও কোন নস্তালজিয়ায় ভুগছ তুমি এবং তোমার আবেগসত্তা ।
আকাশে ঘুড়ি হয়ে যত গুরপাক খাও না কেন জেনে রেখ ..
একদিন তুমি সুতার টানে ঘরে ফিরবে ।
আর যদি না ফের তবে জেনে রাখা ভাল…
ভাঙা হৃদয়ের মানুষের জন্য এ পৃথিবী নয় ।
সেই ফেলে আসা কোন ছবি যদি চোখ ঝাপসা করে দেয় তোমার দৃষ্টি,
তবে ভেবে নিও কোন নস্তালজিয়ায় ভুগছ তুমি এবং তোমার আবেগসত্তা ।
আকাশে ঘুড়ি হয়ে যত গুরপাক খাও না কেন জেনে রেখ ..
একদিন তুমি সুতার টানে ঘরে ফিরবে ।
আর যদি না ফের তবে জেনে রাখা ভাল…
ভাঙা হৃদয়ের মানুষের জন্য এ পৃথিবী নয় ।
তুমি একটা কুলাঙ্গার,আবেগের জারজ সন্তান।
কি রাগ হচ্ছে খুব ?
খুব জোরে এক লাথি দিতে পার নিজেকে ?
জানি বলবে সম্ভব নয়, তাই নয় কি?
তবে জেনে রেখ,তোমার চেয়ে আমার মনের জোর অনেক বেশি।
নিজেকে নিয়ে রেখেছি সেই শপথে
যেখানে মন গলেনা কোন রমণীর চোখের লীলায়।
বাস্তবতার লালন আমার হাতে আজ একতারা ধরিয়ে দিয়েছে।
চোখের নোনা জলে ডুবে সাতার কেটেছি,
সেখানে যিনুক খুজে মুক্তা পাইনি…..
শুধু রক্ত ছাড়া।
ভালবাসার যতখানি রঙ তার চেয়ে সঙটাই বড্ড বেশি
তাই হেলেন আর ক্লিওপেট্রার স্বজাতিগণ ক্ষমা করা দেবেন…
কারন সবুজ ঘাসে আপনাকে নিয়ে ফুলসজ্জা মানায় না
তাই আজ কোন সম্বোধন নয়
শুধু বিদায়,বিদায়,বিদায়।
শেষ হয়েও যে হয় না শেষ।
বিদায়
শেষ হয়েও যে হয় না শেষ।
বিদায় জানালেও যে হয় না বিদায়
ঘুরে ফিরে স্মৃতিরা ভিড় জমায়
ভাবনায় লাগে বেশ।
(No subject)
:বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
প্রথম প্যারাতেই বেশ কিছু
প্রথম প্যারাতেই বেশ কিছু বানানের টাইপিং মিসটেক দেখতে বাজে লাগছে। আর যাই হোক কবিতায় বানান ভুল মেনে নেওয়া কষ্ট। লেখা পোস্ট করার আগে চোখ বুলিয়ে নিলে ভালো হয়।
অভ্র দিয়ে লিখলে যুক্তাক্ষরে
অভ্র দিয়ে লিখলে যুক্তাক্ষরে কিছু সমস্যা হয় তাছাড়া আমার ফ্রন্টে প্রবলেম আছে।ভুল যদি করেই ফেলি তারপরেও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে খুশি হবো। আমার মনে হয় কবিতার ভাবখানি আমি বুঝাতে পেরেছি। ধন্যবাদ :ফুল:
প্রলাপ বটে
প্রলাপ বটে
(No subject)
:ভেংচি:
তাই আজ কোন সম্বোধন নয়
শুধু
না না না… এভাবে বিদায় হতে পারে না… :মানেকি: :কানতেছি: :কানতেছি: :মনখারাপ:
sweet revenge you know
sweet revenge you know :ভাঙামন:
খারাপ না
খারাপ না
(No subject)
:ভাবতেছি: