উপন্যাস লিখেছি বই মেলায় প্রকাশের জন্য।
১।অনন্যা প্রকাশনী বলল উপন্যাসে ইরাকের কাহিনী লেখা তাই মানুষে এইটা পড়বে না,আমি বললাম ইরাকের প্রেক্ষাপটে হলেও মুল চরিত্র বাংলাদেশী যুবক।তারা কইলো এই উপন্যাস পড়লে নাকি সবাই জঙ্গী কইয়া লড়াইবে!
২।সময় প্রকাশনী কইলো ভাই উপন্যাসে কোন নায়িকা নাই তাই আমরাও নাই।
৩।তাম্রলিপি আগেভাগে কইলো সিট খালী নাই।
৪।আগামী প্রকাশনী কয় আগামীতে ভাইবা দেখমু।
৫।জ্ঞানকোষ কইলো এইডা কোন উপন্যাস হইলো!এইডার মধ্যে কোন জ্ঞান নাই।
উপন্যাস লিখেছি বই মেলায় প্রকাশের জন্য।
১।অনন্যা প্রকাশনী বলল উপন্যাসে ইরাকের কাহিনী লেখা তাই মানুষে এইটা পড়বে না,আমি বললাম ইরাকের প্রেক্ষাপটে হলেও মুল চরিত্র বাংলাদেশী যুবক।তারা কইলো এই উপন্যাস পড়লে নাকি সবাই জঙ্গী কইয়া লড়াইবে!
২।সময় প্রকাশনী কইলো ভাই উপন্যাসে কোন নায়িকা নাই তাই আমরাও নাই।
৩।তাম্রলিপি আগেভাগে কইলো সিট খালী নাই।
৪।আগামী প্রকাশনী কয় আগামীতে ভাইবা দেখমু।
৫।জ্ঞানকোষ কইলো এইডা কোন উপন্যাস হইলো!এইডার মধ্যে কোন জ্ঞান নাই।
৬।অন্যপ্রকাশ একটু অন্যরকম ভাব নিয়া আমারে জ্ঞান দেওয়া শুরু করল।আমার উপন্যাসটারে পুরা পাম মাইরা উড়াইয়া দিলো।এইরকম উপন্যাস নাকি আগে কখনও পড়ার সুযোগ হয় নাই।
শেষ কথা অইল এই,উপরের এই ছয়টি প্রকাশনীই আমার বই ছাপাতে ইচ্ছা পোষন করছে।বিনিময় তারা স্বল্প মাত্রায় লেখকের কাছ থেকে হাদিয়া চাইছে।লেখক প্রতিবারই চোখে সরষে ফুল দেখতে লাগল।তারা একটা বইয়ের জন্য যত টাকা চাইলেন তার সাথে সামান্য কিছু টাকা যোগ করে একটা মানসম্মত প্রকাশনী তৈরি করা যায়।
হায়রে অচিন দুনিয়া,এখন আমি কি করমু?মনে হইতেছে লিখেই ভুল করলাম।কারন দেষটা আমারই…আজ আমি যদি না লিখতাম তবে হয়ত এই পরিস্থিতি দেখতে হত না ।
নতুনদের কেউ জায়গা দিতে চায়
নতুনদের কেউ জায়গা দিতে চায় না, জায়গা করে নিতে হয়। এজন্য কিছু হাদিয়া গচ্ছা প্রথম দিকে দিতে হলেও আপনার যোগ্যতা আপনাকে আপনার জায়গায় নিয়ে যাবে। আজ আপনি হাদিয়া দিয়ে বই ছাপাতে কষ্ট পাচ্ছেন, একদিন এই সামান্য হাদিয়া আপনার খ্যাতির তুলনায় রাস্তার পাশে অবহেলায় জন্ম নেওয়া আদামনি গাছের সমতুল্য মনে হবে।
সফল লেখক হোন।
হুম , হয়ত আপনিই ঠিক ।
হুম , হয়ত আপনিই ঠিক ।
কিছু বলার নাই। মানুষকে
কিছু বলার নাই। :ক্ষেপছি: মানুষকে আলোর পথ দেখানোর মাধ্যম হল বই… সেটা যদি শেষপর্যন্ত দায় হয়ে দাঁড়ায়, তবে একসময় সবই অন্ধকারে ঢেকে যাবে… :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
ট্যাগ তো মাসাল্লাহ কম দেন নাই… :ভেংচি: :খাইছে: :মাথানষ্ট: কিন্তু লেখাটা কেমন যেন ফেবুপোস্টের মত হয়ে গেলো চাচা… এই ব্যাপারটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা আশা করেছিলাম… যাই হোক পরের পোস্টে পুষিয়ে দেবেন এই প্রত্যাশায়… :ধইন্যাপাতা: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি:
অবশ্যই চেষ্টা করব
অবশ্যই চেষ্টা করব
.
.
কী করা যায়?নতুন লেখকদের বই যে
কী করা যায়?নতুন লেখকদের বই যে প্রকাশনী বেরই করতে চায়না।তারা ভাবে যদি না চলে তাহলে তো লস।
তাই আমাদের মত উটকো লেখকদের ব্লগই ভরসা।প্রাণের তাগিদে লিখে যাই।
সেটাতো অবশ্যই ,
সেটাতো অবশ্যই ,
নতুন লেখকদের সুযোগ দেয়ার
নতুন লেখকদের সুযোগ দেয়ার ব্যানারে কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান আছে খুঁজে দেখতে পারেন। আর, এসব নিয়ে হতাশ হবেন না। হুমায়ূন আহমেদও প্রথমে তার বই প্রকাশ করার জন্য প্রকাশনি পাননি। নতুন লেখকদের এই এক সমস্যা। কিন্তু আপনি যদি নিজের উপর আস্থা রাখেন, নিজের যোগ্যতার উপর আস্থা রাখেন, তবে একটা জুয়া খেলতেই পারেন। মনে রাখা উচিত সবসময় মেধার জয় অনিবার্য। পৃথিবীতে কোনো কিছু অর্জন করার দুইটা উপায় আছে। সেগুলো হল – মেধা আর বন্দুক। আপনি হতাশ না হয়ে চালিয়ে যান। এমিনেম এর 8 mile গানটা শুনে দেখতে পারেন!
দেখি চেষ্টা করে কি হয় ।
দেখি চেষ্টা করে কি হয় ।
কষ্ট লাগে এমন কিছু শুনলে ।
কষ্ট লাগে এমন কিছু শুনলে । সুযোগ না দিলে লেখক বের হয়ে আসবে কিভাবে
প্রকাশকরা যদি এইটা বুঝত তবে
প্রকাশকরা যদি এইটা বুঝত তবে তো সবই ঠিক ছিল ।
সবাই অনেক ভালো ভালো সাজেশন
সবাই অনেক ভালো ভালো সাজেশন দিয়ে ফেলছেন। মনে হয় আর কিছু বাকী নাই। লাগে রাহো রহিম চাচ্চু। 😀
লাগে রাহো রহিম চাচ্চু।
লাগে রাহো রহিম চাচ্চু।
😀 😀 :থাম্বসআপ: :থাম্বসআপ: :বুখেআয়বাবুল:
ওকে ভাতিজা ,
ওকে ভাতিজা ,
নো টেনশন ভাতিজা ।
নো টেনশন ভাতিজা ।
বাঙালির বই পড়ার ও কেনার অনীহা
বাঙালির বই পড়ার ও কেনার অনীহা নিয়ে সৈয়দ মুজতবা আলীর গল্পের কিছুটা অংশ নিজের মত করে বলছি (যদিও আপনারা জানেন)। “ এক ধনীর স্ত্রী গেছেন স্বামীর জন্মদিনের উপহার কিনতে দোকানি ওনাকে যাই দেখান না কেন ভদ্র মহিলা বলেন এটা তো তার আছে। শেষ মেশ দোকানি বললেন আপনি তার চাইতে আপনার স্বামীকে বই উপহার হিসাবে দেন। ভদ্র মহিলা বললেন, ‘সেও ওর একখানা আছে’। তো এই যখন আমাদের বই কেনার অবস্থা তখন স্বাভাবিক ভাবেই প্রকাশকরা রিস্ক নিতে ভয় পান। আশাকরি হতাশ হবেন না । কিছু হাদিয়া দেন। দেখা যাউক কি হয়। :গোলাপ:
হা হা হা , গল্পটা সুন্দর ছিল
হা হা হা , গল্পটা সুন্দর ছিল । ধন্যবাদ সু পরামর্শের জন্য ।
(No subject)
:গোলাপ:
(No subject)
😀 :ভাবতেছি: :মুগ্ধৈছি: :মুগ্ধৈছি:
এটা আসলেই হতাশার।
এটা আসলেই হতাশার।
হুম
হুম
হাতাশা .
হাতাশা .
নিরাশা
নিরাশা
ভেরী স্যাড!
ভেরী স্যাড!
hmm.
hmm.
ভাই, বইটা ব্লগে ছাড়েন। আমরা
ভাই, বইটা ব্লগে ছাড়েন। আমরা মাগনা মাগনা একটু পইড়া দেখি। সাথে চুলচেরা বিশ্লেষণ একদম ফ্রি।
😀
(No subject)
:চোখমারা: :ভেংচি:
খারাপ কিছু বলসি বলেন?
খারাপ কিছু বলসি বলেন?
😀
OMG!
OMG!
চাচাজান বইয়ের খবর কি? বের
চাচাজান বইয়ের খবর কি? বের করার প্রকাশনী পাইছেন?
বই তাহলে আসলো অবশেষে!
বই তাহলে আসলো অবশেষে!