আমার পাগলী,
জানো তোমার জন্য একটা খুশির খবর আছে।তোমার শেষ স্মৃতিটাও আমার হার্ড ডিস্ক এইমাত্র হারিয়ে গেল।কবরের উপর একটা গোলাপ চারা যেমন তার প্রিয় মানুষের কাছে চেনা অস্তিত্তের গন্ধ বিলিয়ে যায় তোমার দুষ্প্রাপ্য ছবিগুলো আমায় ঠিক তেমনি তোমার আর আমার ভিতরে অদৃশ্য এক ডাকপিয়নের কাজ করত। আমার চেনা জগত ছেড়ে কাগুজে নোটের একটা কাকাতারুয়ার পেছন পেছন তুমি হারিয়ে গেলে।আমার
আমার পাগলী,
জানো তোমার জন্য একটা খুশির খবর আছে।তোমার শেষ স্মৃতিটাও আমার হার্ড ডিস্ক এইমাত্র হারিয়ে গেল।কবরের উপর একটা গোলাপ চারা যেমন তার প্রিয় মানুষের কাছে চেনা অস্তিত্তের গন্ধ বিলিয়ে যায় তোমার দুষ্প্রাপ্য ছবিগুলো আমায় ঠিক তেমনি তোমার আর আমার ভিতরে অদৃশ্য এক ডাকপিয়নের কাজ করত। আমার চেনা জগত ছেড়ে কাগুজে নোটের একটা কাকাতারুয়ার পেছন পেছন তুমি হারিয়ে গেলে।আমার তো তখন ২জিবি র্যাম,৫০০জিবি হার্ড ডিস্ক,ডুয়েল ক্রোর প্রসেসর আর একটা মনিটর ছাড়া তোমায় দেবার মত আমার কিছুই ছিলনা।কতবার তোমায় শাড়ি পড়ে আসতে বলতাম একটা ছবি তুলে বাঁধিয়ে রাখব বলে কিন্তু মাস শেষে টিউশনির শেষ টাকায় বাড়ীওয়ালার ভাড়া মিটিয়ে একটা ক্যামেরা ভাড়া করার টাকা আমার কোনদিনও হয়নি।
ব্লগে লেখা আরো একটু ডিটেইলস
ব্লগে লেখা আরো একটু ডিটেইলস হলে ভাল লাগে দেখতে। শুভ কামনা রইল।