মেয়ে„আমার পৃথিবীতে তোমার নিমন্ত্রণ রইলো,
আমি তুমি দুজনে মিলে
একদিন হবো সত্যের সারথী
ভয় করনা,হাতে শুধু হাত রাখতে বলেছি।
সেদিন আকাশে সূর্য
তিন হাত উঁচুতে তার দম্ভ দেখাবে
কঠিন বাস্তবতা যেমন হয়,
ঘামে ভেজা,চপ চপে,আঠালো,নোনতা…
মেয়ে„আমার পৃথিবীতে তোমার নিমন্ত্রণ রইলো,
আমি তুমি দুজনে মিলে
একদিন হবো সত্যের সারথী
ভয় করনা,হাতে শুধু হাত রাখতে বলেছি।
সেদিন আকাশে সূর্য
তিন হাত উঁচুতে তার দম্ভ দেখাবে
কঠিন বাস্তবতা যেমন হয়,
ঘামে ভেজা,চপ চপে,আঠালো,নোনতা…
তোমার শীতল রঙ্গমহল ছেড়ে
আমরা হাটবো অগ্নিরথের মরুতে
শুভ্র চরন পুড়বে তোমার,
থল থলে দেহখানি হবে রক্ত জবা।
সেদিন বুঝবে
কল্পনা ও বাস্তবতা……„
সেদিন বুঝবে
কেনো শঙ্খনীলের বুকে ছিলো
একশ একটি হাহাকার।
ভয় করনা,
তোমাদের ঠোঁটে আমি চুমু আঁকিনা,
তোমাদের ঠোঁট হয় পিচ্ছিল,
গোলাপী, জেলিফিশের মত।
সুন্দর কবিতা।
সুন্দর কবিতা।
অনেক ভালো
অনেক ভালো
ভালই।
ভালই।
ধন্যবাদ
শিখা দি
কে। কবিতার
ধন্যবাদ
কে। কবিতার “ক” এখনো বুঝা হলোনা,মনে যা আসে তাই আউড়িয়ে যাই।আপনার অনুপ্রেরণা আমাকে উৎসাহিত করবে।
ছন্নছাড়া রাইয়ান ভাই
আপনি
আপনি অনেক ভালো।আপনার উৎসাহ আমাকে প্রেরণা যোগায়।
কবিতা তোমায় দিলাম ছুটি
আপনাকেও ধন্যবাদ। কোথাও পরিবর্তন আনতে হলে বলবেন।আপনাদের দিক নির্দেশনা আমাকে প্রেরণা দেবে।
অবশ্যই।লিখে যান।আমরা পাঠকরা
অবশ্যই।লিখে যান।আমরা পাঠকরা তো আছিই।
বস অসাধারন লিখছেন… চরময হইছে…
বস অসাধারন লিখছেন… চরময হইছে…
ধন্যবাদ খলিল ভাই।
ধন্যবাদ খলিল ভাই।
বুঝবে একদিন কল্পনা আর
বুঝবে একদিন কল্পনা আর বাস্তবতার ফারাক
কিন্তু পাব না সময় নিজেকো শোধরানোর॥