আমি ডান হাতে তোমার গাল ছুয়ে বলেছিলাম ,
বলনা আমাকে কেমন লাগে ?
তুমি দু হাতে আমার মুখ ছুয়ে বলেছিলে ,
তোমাকে ভালোই লাগেনা আমার
আমিও অভিমান করে বলেছিলাম,
তোমার সাথে কোন কথাই নেই আমার ।
আমি ডান হাতে তোমার গাল ছুয়ে বলেছিলাম ,
বলনা আমাকে কেমন লাগে ?
তুমি দু হাতে আমার মুখ ছুয়ে বলেছিলে ,
তোমাকে ভালোই লাগেনা আমার
আমিও অভিমান করে বলেছিলাম,
তোমার সাথে কোন কথাই নেই আমার ।
বর্ষার এক বর্ষন শেষে
ভেজা শরীরে আমি এসে দাড়িয়েছিলাম তোমার পাশে
কনকনে ঠান্ডায় কাপা কাপা হাতে তোমায় ছুয়ে বলেছিলাম
বলনা আমায় কেমন লাগে ?
তুমি আমার ভেজা চুলে হাত গুজে বলেছিলে
তোমাকে ভালো ই লাগে না ।
অভিমানে আমার চোখে জল এসেছিলো
আমার কপোল দিয়ে ঝড়ছিল বৃষ্টির বহতা ধারা
তোমার চোখে আমার অশ্রুষসিক্ত চোখ রেখে বলেছিলাম ,
বলনা কেমন লাগে ?
তুমি চোখের জল মুছে দিয়ে বলেছিলে
তোমাকে ভালোই লাগেনা ।
এখনো বৃস্টি ঝড়ে
জোছনার আলো ঝড়ে পড়ে তোমার মুখে
অভিমান করে আজো যাইনা তোমার কাছে ,
জড়িয়ে ধরে আর কখনোই জানতে চাইনা
আমায় কেমন লাগে ?
(No subject)
:গোলাপ:
হয়তো সেদিনই বলবে, তোমাকে
হয়তো সেদিনই বলবে, তোমাকে অনেকে ভালো লাগে, অনেক ভালো লাগে।
এখনো বৃস্টি ঝড়ে জোছনার আলো
এখনো বৃস্টি ঝড়ে জোছনার আলো ঝড়ে পড়ে তোমার মুখে অভিমান করে আজো যাইনা তোমার কাছে , জড়িয়ে ধরে আর কখনোই জানতে চাইনা আমায় কেমন লাগে ? –
:থাম্বসআপ: