কতিপয় অশিক্ষিত (বলতে বাধ্য হলাম কারন শিক্ষিত মানুষ বুঝে) মানুষ আওয়ামী লীগ মানেই নাস্তিক মনে করে| শুধু তাই নয় এরা ব্লগ কথাটা শুনলেই নাস্তিক বলে চিল্লাই| না জেনে লাফালাফি করে|
প্রথমত, প্রধানমন্ত্রী বলেছেন, “মা জূর্গা গজে চড়ে এসেছিল বলে ফলন ভালো হয়েছে|”
হ্যা উনি এই কথা বলেছেন| তো কি হইছে??? এই কথাটা উনি দূর্গা পূজাতে বলেছিলেন| এটার সাথে ইসলাম এর কোন সম্পর্ক নেই| ইসলাম কি এতই ঠুনকো নাকি যে মানুষ সেটাকে পানি দিয়ে মিশিয়ে কাদা বানিয়ে তারপর যা খুশি খেলনা বানাবে???
“ইসলাম শিক্ষা বইয়ের নাম ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ কেন করা হলো???”
কতিপয় অশিক্ষিত (বলতে বাধ্য হলাম কারন শিক্ষিত মানুষ বুঝে) মানুষ আওয়ামী লীগ মানেই নাস্তিক মনে করে| শুধু তাই নয় এরা ব্লগ কথাটা শুনলেই নাস্তিক বলে চিল্লাই| না জেনে লাফালাফি করে|
প্রথমত, প্রধানমন্ত্রী বলেছেন, “মা জূর্গা গজে চড়ে এসেছিল বলে ফলন ভালো হয়েছে|”
হ্যা উনি এই কথা বলেছেন| তো কি হইছে??? এই কথাটা উনি দূর্গা পূজাতে বলেছিলেন| এটার সাথে ইসলাম এর কোন সম্পর্ক নেই| ইসলাম কি এতই ঠুনকো নাকি যে মানুষ সেটাকে পানি দিয়ে মিশিয়ে কাদা বানিয়ে তারপর যা খুশি খেলনা বানাবে???
“ইসলাম শিক্ষা বইয়ের নাম ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ কেন করা হলো???”
হ্যা ইসলাম শান্তির ধর্ম| এই ধর্ম থেকে শিখায় কিভাবে ভালো থাকা যায়| প্রতিটি মুসলমান কিভাবে জীবন সাজাতে হবে সেটা ইসলাম থেকে জানতে পারে| নীতিবান হতে হলে, নৈতিক শিক্ষা তো ইসলাম থেকেই পায়| তাহলে নৈতিক শিক্ষা নাম দিলে সমস্যা টা কি??? ভালো কাজ চোখে পড়বেনা আর মোটামুটি ভালো কাজ গুলোকে ঘুরিয়ে খারাপ প্রমান করতে ব্যস্ত|
সবচেয়ে হাসির কথা| একজন বলতেছিলো কলকাতা বাংলাদেশের অংশ ছিলো স্বাধীনতার পর আওয়ামীলীগ ভারতকে উপহার দিছে| <<<< ভাই থামেন, আমি জানতাম কোলকাতা অবিভক্ত বাংলার অংশ ছিলো| আর দেশ স্বাধীন হওয়ার পর যদি কোলকাতা দিয়ে দেওয়া হয় তাইলে স্বাধীনতার সময় বাংলাদেশের মানচিত্র যেমন ছিলো এখনো তেমনই আছে কেন??? মানচিত্রে কোলকাতা কই গেলো??? অদ্ভুদ লাগে| যারা নাস্তিক বলে চিল্লায় তাদের মাথায় ঘিলু কম নাকি জ্ঞান নাই সেটাই মনে আসে| না জেনে লোক মুখে কিছু শুনে চিল্লানো এদের কাজ| চিল কান নিছে এখন দুনিয়া তোলপাড় করার পর যখন দেখে কান আছে তখনও চিল্লায় আর প্রমান করতে চায় সে সঠিক| উপরের পয়েন্টগুলা আমার এলাকার কিছু মানুষের প্রশ্ন| আর উত্তরগুলো আমার নিজস্ব| এতটুকুতেই ওরা চুপ| অন্য কোন জ্ঞানী ব্যক্তি ঐ পয়েন্টের উত্তর দিলে হয়তো কাছা মেরে পালাইতো ওরা|
ছাগল পিটালেও মানুষ হয়না এটা
ছাগল পিটালেও মানুষ হয়না এটা ছাগলও ভালো করে জানে।আপনি প্রতিটা বিষয় খুব সুন্দর করে বুঝিয়েছেন, ভালো লাগলো।
ধন্যবাদ
ধন্যবাদ
ভাই যে ইসলামে নৈতিকতার
ভাই যে ইসলামে নৈতিকতার সম্পুর্ণ বিকাশ রয়েছে সে স্থানে আবার নৈতিকতার লাগানো দরকার বলে আপনি মনে করেন।
যাই হোক নৈতিকতা লাগাইছে সরকার। তাতে কিছুটা আসে যায় না। কিন্তু বইয়ের লেখার ভিতর পরিবর্তনের ধারাটা লক্ষ্য করুন??
‘ আল্লাহ ব্যাতীত অন্য কারো নামে পশু জবাই করা সম্পুর্ণ হারাম ” লেখাটা আগে লেখা ছিল। নৈতিকতা শব্দটা ব্যবহার করার আগে। এটাই ছিল কোরআনের কথা। কিন্তু যখনি বইটাকে নৈতিকতার (?!) দিকে ঠেলে দেয়া হল তখন বইয়ের ঐ অংশে লেখা হল ‘ আল্লাহ এবং দেবদেবী ব্যাতীত পশু জবাই করা হারাম ”
আপনি ভুলে গেছেন ইসলাম এক ঈশ্বর বাদে বিশ্বাসী।????
ঐ বাক্য তে ব্যকরন ঢুকার কারনে
ঐ বাক্য তে ব্যকরন ঢুকার কারনে একটু জটিল হয়ে গেছে