উৎসর্গ করলাম এই একটি কবিতা
যাদের দিলাম একটি সৌজন্য কপি
নিজের একটি প্রতিচ্ছবি,খ্যাতির লোভ
আর সস্তায় অভিক্ষেপী বাস্তবতার
লাঞ্চিত চিবুকের বিচ্ছিরি ছবিতা
কবির ঘামে,কবির শ্রমে উৎপাদিত
এটিও একটি ছাপা সাধারণত কপি
খ্যাতির লোভে,বিড়ম্বনার ছোয়া পেতে
বিসর্জিত উক্ত কপি নব্য নাম-সৌজন্য কপি
কবির ঘামে, কবির শ্রমে লালিত এটিও একটি কপি
এই মূহুর্তে চিন্তিত কবি!
একদিকে লেখক কাম কবি,এক অসাড় মরূভূমি
তৃষার্ত গাংচিল,জড়িয়ে বুকে ব্যর্থ আশা
দৃশ্যপট তরঙ্গময়,অস্পষ্ট ভাসা ভাসা
এমনি কিছু যদি চাইতেই হারানোর ভয়
মৃত গাংচিলের শোকে অযথা মূল্যবোধ ক্ষয়
নির্বোধ থাকাকালে যতোটা নয় অপরাধী
বোধ হতো নিজেকে
উৎসর্গ করলাম এই একটি কবিতা
যাদের দিলাম একটি সৌজন্য কপি
নিজের একটি প্রতিচ্ছবি,খ্যাতির লোভ
আর সস্তায় অভিক্ষেপী বাস্তবতার
লাঞ্চিত চিবুকের বিচ্ছিরি ছবিতা
কবির ঘামে,কবির শ্রমে উৎপাদিত
এটিও একটি ছাপা সাধারণত কপি
খ্যাতির লোভে,বিড়ম্বনার ছোয়া পেতে
বিসর্জিত উক্ত কপি নব্য নাম-সৌজন্য কপি
কবির ঘামে, কবির শ্রমে লালিত এটিও একটি কপি
এই মূহুর্তে চিন্তিত কবি!
একদিকে লেখক কাম কবি,এক অসাড় মরূভূমি
তৃষার্ত গাংচিল,জড়িয়ে বুকে ব্যর্থ আশা
দৃশ্যপট তরঙ্গময়,অস্পষ্ট ভাসা ভাসা
এমনি কিছু যদি চাইতেই হারানোর ভয়
মৃত গাংচিলের শোকে অযথা মূল্যবোধ ক্ষয়
নির্বোধ থাকাকালে যতোটা নয় অপরাধী
বোধ হতো নিজেকে
বাস্তবতায় এসে তার চেয়েও অধিক আত্মকেন্দ্রিক,সামর্থবান
নতুন এক সন্ধ্যায় প্রতীক্ষিত রমণীর হাতে মেহেদী
লাশ পড়ে থাকবে অবহেলায়,খোলাসা তৃপ্ত
যেন অনুমোদনপ্রাপ্ত এক মুক্ত জেহাদী।
আপনার ব্লগ প্রোফাইলের
আপনার ব্লগ প্রোফাইলের রাজনৈতিক মতাদর্শ হিসাবে বাঙালীর অংহকার মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ‘বেশ্যাবাজি’ এবং তরুন প্রজন্মের জাগরণ ও উদ্দীপনার ক্যানভাস ‘গণজাগরণ মঞ্চ’কে বেশ্যালয় বলার দায়ে আপনাকে ইস্টিশনবিধি-১ এর আওতায় স্থায়ীভাবে ব্যান করা হল। ইস্টিশন কর্তৃপক্ষ ইস্টিশনবিধি-১ লঙ্ঘনের জন্য সব সময়ই জিরো টলারেন্স দেখাবে।
এমন আদর্শহীনের সকল
এমন আদর্শহীনের সকল জঞ্জালপূর্ণ পোস্টও সাথে সাথে অপসারন করা হোক…
আর ইস্টিশন মাস্টারকে অফুরন্ত ধন্যবাদ!! :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :ফুল: :ফুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
আমি বিগত আচরণের জন্যে ক্ষমা
আমি বিগত আচরণের জন্যে ক্ষমা প্রাথী। ব্লগের নীতিমালার প্রতি আমার শ্রদ্ধাশীল হোয়া উচিৎ ছিলো।
হেরেটিক নিক থেকে আমার দুটি সৃষ্টপদ আমি প্রত্যাহার করে নিলাম, সেই সাথে মন্তব্য সমস্তু।
আশা করি নতুন আমি গ্রহনযোগ্যতা পাবো।
এডমিন যেহেতু ছেছরা,আমি
এইসব কুলাঙ্গারকে আইপিসহ ব্যান করা হোক।
এইসব কুলাঙ্গারকে আইপিসহ ব্যান
এইসব কুলাঙ্গারকে আইপিসহ ব্যান করা হোক।…
সহমত… আইপি সহ ব্যান চাই!!
আইপিসহ ব্যান দাবী করছি।
আইপিসহ ব্যান দাবী করছি।
ব্যানকৃত ব্লগার ‘হেরিটিক’র
ব্যানকৃত ব্লগার ‘হেরিটিক’র মাল্টি নিক ‘রাব্বানী হেরেটিক’ নিকটিও ব্যান করা হল। ভবিষ্যতে একই আইপি মাধ্যমে অন্যকোন নতুন নিক দিয়ে একই আচরণ করলে পূর্ব কোন ঘোষনা ছাড়াই ব্যান করা হবে।
ইস্টিশন মাস্টার -কে ধইন্যা…
ইস্টিশন মাস্টার -কে ধইন্যা… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :নৃত্য: :নৃত্য:
হেরেটিককে ব্যান করাতে কৃতজ্ঞ।
হেরেটিককে ব্যান করাতে কৃতজ্ঞ। কিন্তু, অমিতকে ব্যান করাতে কষ্ট পাইলাম।
আব্বাকে যখন ছোট বেলায় এসএসসির
আব্বাকে যখন ছোট বেলায় এসএসসির উত্তর পত্র মুল্যায়ন করতে দেখতাম তখন খেয়াল আছে আম্মা আব্বাকে রাগের মাথায় পেপার কাটতে দিত না…
এইবার রাগের মাথায় ইস্টিশন মাস্টার একজন উদীয়মান ক্ষুদে কবিকে অবমূল্যায়ন করল!! নির্মম বাস্তবতা… দুঃখ প্রকাশ ছাড়া আমাদের কিছুই করার নেই…
কার কথা বলছেন আপনি? কার জন্য
কার কথা বলছেন আপনি? কার জন্য দুঃখ প্রকাশ করছেন?
হা হা হা! এতো দেখি খেলা শুরু
হা হা হা! এতো দেখি খেলা শুরু হইসে! কানামাছি ভোঁভোঁ…
ইস্টিশন মাস্টারের এই মহান
ইস্টিশন মাস্টারের এই মহান সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাচ্ছি
হেরেটিককে ব্যান করার জন্য
হেরেটিককে ব্যান করার জন্য ধন্যবাদ।কিন্তু অমিত লাবণ্য কেন?