বহুত দিন খালি কবিতা পোস্ট দিসি। ভাবলাম আজকে একটু নতুন কিছু দেই। লেখাটা পূর্বে আমারব্লগে প্রকাশিত। ইটস অল এবাউট ফান…
# ম্যা ম্যা যে করে, আর ম্যা ম্যা যে সহে……তব ঘৃণা তারে যেন ছাগসম দহে।
#অতি চুশিলতা ছাগুর লক্ষণ।
#চুশিল ছাগুরে বলে উচ্চ করি শির , লিখে রেখো এককালে ছিলাম শিবির।
# যে জন দিবসে ছাগুর হরষে জ্বালায় ছাগবাতি… আশুগৃহে তার দেখিবেনা আর বাংলাদেশের বাতি।
#ছাগুত্ত রক্ষার চেয়ে অর্জন করা কঠিন।
#গন্ধ শুকি ক্ষান্ত কেন ছাগু গদাম দিতে?… ছাগু বিনা বিনুদন লাভ হয় কি মোহিতে?
# চুশিলতা ছাগুত্তের প্রসূতি।
বহুত দিন খালি কবিতা পোস্ট দিসি। ভাবলাম আজকে একটু নতুন কিছু দেই। লেখাটা পূর্বে আমারব্লগে প্রকাশিত। ইটস অল এবাউট ফান…
# ম্যা ম্যা যে করে, আর ম্যা ম্যা যে সহে……তব ঘৃণা তারে যেন ছাগসম দহে।
#অতি চুশিলতা ছাগুর লক্ষণ।
#চুশিল ছাগুরে বলে উচ্চ করি শির , লিখে রেখো এককালে ছিলাম শিবির।
# যে জন দিবসে ছাগুর হরষে জ্বালায় ছাগবাতি… আশুগৃহে তার দেখিবেনা আর বাংলাদেশের বাতি।
#ছাগুত্ত রক্ষার চেয়ে অর্জন করা কঠিন।
#গন্ধ শুকি ক্ষান্ত কেন ছাগু গদাম দিতে?… ছাগু বিনা বিনুদন লাভ হয় কি মোহিতে?
# চুশিলতা ছাগুত্তের প্রসূতি।
# জ্ঞানী বলে বাছা সাগর হইতে কে অধিক ধনবান?…… ছাগু বলে চুশিল হৃদয় তারও চেয়ে গরীয়ান।
# ছাগুরে লইয়া বিব্রত রহিতে আসেনাই কেহ ফেসবুক পরে…… ছাগুর তরে সকল ছাগুরা প্রত্যেকে তারা পরের তরে।
উৎসর্গঃ ইস্টিশনে ঢুকে পড়া একদল ছদ্মবেশী ছাগু। আপনারা সবাই জানেন তারা উনারা কারা। হা হা প গে…
ধরে নেই একটি কাল্পনিক নাম দুধরাজ অথবা বুল্টু সাব
বেহুদা!
বেহুদা!
উপরে তো লেখাই আছে বেহুদা।
উপরে তো লেখাই আছে বেহুদা। নতুন করে বলার কিছু আছে কি? 🙂
ধন্যবাদ মন্তব্যের জন্য
বাহ!
বাহ! :bow: :bow: :bow:
ধন্যবাদ এবং ভালবাসা নিবেন
ধন্যবাদ এবং ভালবাসা নিবেন :ফুল: :ফুল: :ফুল:
চরম হইছে! সংগ্রহে রাখলাম ভাই।
চরম হইছে! সংগ্রহে রাখলাম ভাই। ছাগু নিয়ে আরো যতকম আইডিয়া আছে সব জাহির করেন তাড়াতাড়ি।
ছাগু নিয়ে আর কি কব বাহে? বলার
ছাগু নিয়ে আর কি কব বাহে? বলার তো কত কিছুই ছিলো- বললেই তো বলবেন- বলে ফেলেছি 😛
ছাগু নয়ে কবিতা লিখেন!!
ছাগু নয়ে কবিতা লিখেন!!
হম, লেখা যায়
হম, লেখা যায় 😀
আমিও সংগ্রহে রাখলাম…
আমিও সংগ্রহে রাখলাম… সংগ্রহে রাখার মতই এক জিনিস… :হাহাপগে: :হাহাপগে: 😀
অমিত চরম মজা পাইলাম…
ছাগুর
অমিত চরম মজা পাইলাম…
ছাগুর মুখে গোলাবির হাগু!! 😉
কাইল রাত্তিরে, আইজকে বিকালে
কাইল রাত্তিরে, আইজকে বিকালে আপনারে ফোন দিলাম 🙁 নো রেস্পন্স
ছাগুর মুখে গোলাবির হাগু!!
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: 😀
ছাগু সব করে রব
অমিত
ছাগু সব করে রব
অমিত আসিলো…….. :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ছাগু সব করে রব
অমিত
😛 😛
ধন্যবাদ ডানা ভাই :ফুল: :ফুল:
ডানা নাতো, উনি তো কারাগার!
ডানা নাতো, উনি তো কারাগার!
ভুলইছে
ভুলইছে 😛
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :ভেংচি: 😀
চুশিলতা ছাগুত্তের
এইটা বিশাল জ্ঞানি জিনিস… :জ্ঞান: :জ্ঞান: =P~ :কল্কি:
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
কাহাপে যাই…….
কারাগার
কাহাপে যাই…….
কারাগার নিয়াও শান্তি নাই। :কথাইবলমুনা: :কথাইবলমুনা: :কথাইবলমুনা:
ছরি ব্রাদার আই এম রিয়েলি
ছরি ব্রাদার 🙁 আই এম রিয়েলি ছরি। সামওয়ান পিলিজ খিল মি খিল মি
বিয়াফুক মজাক পাইলাম…
বিয়াফুক মজাক পাইলাম… :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :ভেংচি: 😀
হে হে! একদম জ্বালাময়ী! কলিজা
হে হে! একদম জ্বালাময়ী! কলিজা পোড়া গন্ধ পাওয়া যাচ্ছেরে!
(No subject)
:বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
বচনামৃত। আহা সাধু সাধু।
বচনামৃত। আহা সাধু সাধু। :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :bow: :পার্টি: :পার্টি: :-B :-B :-B
ধইন্যা ধইন্যা
ধইন্যা ধইন্যা :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :থাম্বসআপ: :bow:
সেভেন আপ,আর সি,কোক,
সেভেন আপ,আর সি,কোক, ফান্টা
ছাগুরে দিতে আইছি গরম আন্ডা আর ডান্ড!!!
প্রবচন গুলায় মজাক পাইছি!!
আমারে আর পাইবানা কলাম, মেঘ
বুঝিতে পারিলাম না দাদা।
কিসের
বুঝিতে পারিলাম না দাদা।
কিসের লাগি ইটা কইলা?
আমার পোস্ট পড়ছো?
নামঃঅনেক অনেক দিন আগে
ফেসবুকে কমেন্ট হিসেবে বেশ
ফেসবুকে কমেন্ট হিসেবে বেশ কাজে দিবে এই পোস্ট। 😀 😀 😀 :ধইন্যাপাতা:
হ্যাঁ, ব্যবহার করা যাবে ম্যাম
হ্যাঁ, ব্যবহার করা যাবে ম্যাম ম্যা করা মাত্র :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
প্রিয় তালিকায় দিয়ে
প্রিয় তালিকায় দিয়ে দিলাম
হেব্বি হইছে বস
ধইন্যা জয়।
ধইন্যা জয়। :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ফুল: :ফুল:
হাসিতে হাসিতে শেষ
হাসিতে হাসিতে শেষ
হায় হায় শেষ হইলে হইব কেমনে?
হায় হায় শেষ হইলে হইব কেমনে? ছাগু পুন্দাইতে হইবেনা? :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: