প্রিয়তমা ,
আমার হৃদয়ের অন্তস্থলে বসবাস রত আমার প্রিয়তমা,আজকের দিনের কথা মনে আছে?
আজ সেই দিন যে দিন তোমার মুখে প্রথম ভালবাসার কথা শুনেছিলাম। আজ সেই দিন যে দিন জীবনে প্রথম ভালবাসার স্বাদ পেয়েছিলাম।
প্রিয়তমা ,
আমার হৃদয়ের অন্তস্থলে বসবাস রত আমার প্রিয়তমা,আজকের দিনের কথা মনে আছে?
আজ সেই দিন যে দিন তোমার মুখে প্রথম ভালবাসার কথা শুনেছিলাম। আজ সেই দিন যে দিন জীবনে প্রথম ভালবাসার স্বাদ পেয়েছিলাম।
হ্যা আজকের তারিখেই তুমি আমায় বলেছি যে “ভালবাসি তোমায়”। ভালবাসি কথাটি কত গম্ভির তাই না? কি আছে এতে ? এই যে শত অভিমান এটাই কি ভালবাসা! আচ্ছা ভালবাসাটা কি ,তুমি কি জানো? আমাকে একটু বলবে। আজ তুমি আমার কাছে না থেকেও অনেক কাছে আছো। তুমি যে আমার হৃদয়ের কোন এক প্রকষ্ঠে বন্দি। চাইলেই কি বেড়িয়ে যেতে পারবে। পারবে না। আচ্ছা একটা সত্য কথা বলবে আমায় । আজও কি ভুলে যেতে পেরেছো আমাকে? আমি জানি আজও তোমার প্রতিটি নি:স্বাশ আমার কথা তোমার অন্তর থেকে বয়ে নিয়ে আসে। আমি স্পষ্টত শুনতে পাই সেই কথা গুলো। তুমি হয়তো ভাবছো আমি মিথ্যা বলছি,না তো আমি মিথ্যা বলছি না। নিজেকে একটু প্রশ্ন করে দেখ উত্তর পেয়ে যাবে।
আমার অভিমান তোমার উপরে তোমার অভিমান আমার উপরে ,কিন্তু এখনও যে তুমি আমার কথা প্রতিটি দিনই ভাব। সব সময় তো আমিই তোমার অভিমান ভাঙ্গাই আজ একটু ব্যতিক্রম হলে দোষ কি বল? একবার বলেই দেখ “ভালবাসি তোমায়”। তুমি বুঝে উঠার আগেই আমার হৃদয়ের আকাশে থাকা অভিমানের মেঘ গুলো নিমিশেই ভেসে গিয়ে অপার ভালবাসার সূর্যালোক বিকশিত হবে।
থাক আর কিছু বলব না তোমায়। আমি জানি তুমিও হয়তো মনে মনে এগুলোই ভাবছো। তোমার উপর আমার বিস্বাস আছে,আমার ভালবাসার প্রতি আমার বিস্বাস আছে।সেই দিনটির অপেক্ষায় রইলাম।
ইতি
তোমারই ভালবাসার পথে হারিয়ে যাওয়া এক অজ্ঞাত পথিক।
((এটা শুধুই একটি লেখা ভিন্নখাতে প্রবাহিত
না করার আহবান রইলো))
আমার লিখাও শেয়ার হয়???? কেউ
আমার লিখাও শেয়ার হয়???? কেউ আমারে মাইরা লা!!! কে করলো আফসোস দেখা যায় না। এগুলো দেখার ব্যবস্থা থাকা উচিত ছিল
কেন তোমার লেখা শেয়ার হতে দোষ
কেন তোমার লেখা শেয়ার হতে দোষ আছে কি?
তুমি যথেষ্ট ভাল লেখ। এবং তোমার প্রগ্রেস হচ্ছে দিন দিন। :ফুল: :ফুল: :ফুল:
ধন্যবাদ ভাই……
ধন্যবাদ ভাই……
ভালোই লিখেছিস।এই একটা জিনিস
ভালোই লিখেছিস।এই একটা জিনিস লিখতে গেলে আমি হিমসিম খাই।চিঠি লিখতে গেলেই সব এলোমেলো হয়ে যায়।
মনের কথা গুলো টাচ প্যডের
মনের কথা গুলো টাচ প্যডের মাধ্যমে সংরক্ষণ করে রাখলাম এই আর কি!!!
ধন্যবাদ মন্তব্যের মধ্যে
হুম।
হুম।
খুব ভালো লাগলো।
খুব ভালো লাগলো।
ধন্যবাদ
ধন্যবাদ
যাবো যাবো করেও যাওয়া হয়না কেন
যাবো যাবো করেও যাওয়া হয়না কেন বুঝিনা। দুই দিন অভিমান করে না এসেই দমবন্ধ অবস্থা! আর এসেই তোমার পোস্ট প্রথম পাতায়। ভালো লিখেছ। দিন দিন উন্নতিটা স্পষ্ট হচ্ছে। :থাম্বসআপ:
আপনি যাবেন কই?? দড়ি দিয়ে বেধে
আপনি যাবেন কই?? দড়ি দিয়ে বেধে রেখেছি না!!!
আর ভাই রাহাত ভাই এর বিয়ে পোস্ট দিতে দিয়েছি । পড়ে নিয়েন
সময়ের অভাবে পোস্ট গুলা পড়তে
সময়ের অভাবে পোস্ট গুলা পড়তে পারতেছিনা। তবে টপিক যেহেতু রাহাত ভাইয়ের বিয়ে তাহলে পড়তেই হয়!!
হুম
হুম
ভালো ছিলো…
ভালো ছিলো… :খুশি: :খুশি: :খুশি:
ধন্যবাদ আপু
ধন্যবাদ আপু
ভালো লিখেছেন।
ভালো লিখেছেন।
ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো
ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো নতুন স্বাগতম ইস্টিশন পরিবারে
এক্ষন তোমার বাসায়
এক্ষন তোমার বাসায় জানাইতেছি…। :টাইমশ্যাষ: :টাইমশ্যাষ:
okk জানান
হাহাহা ।
কেমন
okk জানান 🙂
হাহাহা ।
কেমন লিখলাম বলবেন না??